অবশেষে উদ্যোক্তা-পরিচালকদের সম্মিলিতভাবে ৩০ শতাংশ শেয়ার ধারণের শর্ত পালন করল পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আফতাব অটোমোবাইল লিমিটেড।
এর আগে গত ৬ ডিসেম্বর ৩০ কার্যদিবসের মধ্যে প্রয়োজনীয় সংখ্যক শেয়ার কেনার ঘোষণা দেন কোম্পানিটির তিন পরিচালক। চার দিনের মাথায় তারা প্রয়োজনীয় সংখ্যক শেয়ার কেনা হয়েছে বলে নিশ্চিত করেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি)।
কোম্পানির সেক্রেটারি মুহাম্মদ জামান খানের সই করা চিঠিতে জানানো হয়, তিন পরিচালক মোট ১৫ লাখ ১২ হাজার ৫৭৫টি বা ১ দশমিক ৫৮ শতাংশ শেয়ার কিনেছেন।
এর মধ্যে খালেদা ইসলাম চার লাখ ৭৮ হাজার ৬৬৩টি, সাইফুল ইসলাম পাঁচ লাখ ৫৫ হাজার ২৪৯টি শেয়ার আর সাজেদুল ইসলাম চার লাখ ৭৮ হাজার ৬৬৩টি শেয়ার কেনেন।
চিঠিতে আরও জানানো হয়, বর্তমানে পরিচালকদের হাতে কোম্পানির মোট দুই কোটি কোটি ৮৭ লাখ ২০ হাজার ৬৭৩টি শেয়ার রয়েছে।
কোম্পানির সেক্রেটারি নিউজবাংলাকে বলেন, ‘আমরা বিএসইসি থেকে ডিসেম্বর পর্যন্ত সময় চেয়েছিলাম। কিন্তু তার আগেই পরিচালকরা ন্যুনতম শেয়ার ধারণের শর্ত পূরণ করেছেন।‘
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর উদ্যোক্তা পরিচালকদের সম্মিলিতভাবে (পরিশোধিত মূলধনের) ৩০ শতাংশ শেয়ার ধারণের সময় বেধে দেয়া হয় ৮ ডিসেম্বর পর্যন্ত।
এই সময়ের মধ্যে যেসব কোম্পানি বিএসইসির নির্দেশনা বাস্তবায়ন করতে পারেনি এমন ৯টি কোম্পানিকে সুনির্দিষ্ট আবেদনের প্রেক্ষিতে দুই সপ্তাহ দেয়া হয়। এর মধ্যে এখন পর্যন্ত আফতাব অটোই শর্ত পালন করেছে।
প্রক্রিয়াধীন আছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ইনটেক অনলাইন, অ্যাপেক্স ফুটওয়্যার, তাল্লু স্পিনিং, ডেল্টা স্পিনার্স, ফু-ওয়াং ফুডস, ফাইন ফুডস ও সেন্ট্রাল ফার্মাসিটিউক্যালস লিমিটেডের পরিচালকদের শেয়ার কেনার বিষয়টি।