গ্ল্যাক্সোস্মিথক্লাইন বাংলাদেশ (জিএসকে) নাম পাল্টে ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেড-ইউনিলিভারসিএল হওয়ার পরদিন থেকেই রকেট গতিতে বাড়ছে শেয়ারের দাম।
শুধু গত সপ্তাহে মাত্র পাঁচ কর্মদিবসে ২৭ শতাংশ দাম বেড়েছে কোম্পানিটির শেয়ারের।
২৯ নভেম্বর ইউনিলিভারসিএল শেয়ারের দর ছিল দুই হাজার ২৫৬ টাকা। পরদিন ১১৩ টাকা বেড়ে হয় দুই হাজার ৩৬৯ টাকা। ১ ডিসেম্বরে ১১৮ টাকা বেড়ে শেয়ারের দাম গিয়ে দাঁড়ায় দুই হাজার ৪৮৭ টাকায়।
এরপর সাত কার্যদিবস লেনদেন হয়েছে পুঁজিবাজারে। প্রতিদিনই বেড়েছে দাম। ১০ নভেম্বর লেনদেন শেষে ইউনিলিভারসিএলের শেয়ার দর দাঁড়ায় তিন হাজার ৫০০ টাকায়। হিসাব কষলে গত ১০ কার্যদিবসে দাম বেড়েছে এক হাজার ২০০ টাকা।
কেন এমন দাম বাড়ছে? গত ৭ ডিসেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কোম্পানির কাছে ব্যাখ্যা চাইলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, কারণ জানা নেই।
যোগাযোগ করা হলে কোম্পানির সেক্রেটারি মুহাম্মদ নাহারুল ইসলাম মোল্লা নিউজবাংলাকে বলেন, ‘আমাদের কাছে মূল্য সংবেদশীল কোনো তথ্য নেই। তাই কেন বাড়ছে দাম জানি না।’
তিনি বলেন, ‘বিষয়টি ডিএসইর ওয়েবসাইটের মাধ্যমে বিনিয়োগকারীদের জানিয়েও দেয়া হয়েছে।
কোম্পানির পরিশোধিত মূলধনের পরিমাণ ১২ কোটি টাকা, যার ৯০ দশমিক ৫১ শতাংশ শেয়ার রয়েছে কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের হাতে। সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে তিন দশমিক ৫৯ শতাংশ।
গত জুনে গ্ল্যাক্সোস্মিথক্লাইন বাংলাদেশের ৮১ দশমিক ৯৮ শতাংশ শেয়ার কিনে নেয়ার ঘোষণা দেয় ইউনিলিভার। জিএসকের ৯৮ লাখ ৭৫ হাজার শেয়ার এখন ইউনিলিভারসিএল মালিকানায়।