বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সব মাদ্রাসায় ছাত্রলীগের কমিটি চান নিক্সন চৌধুরী

  •    
  • ১২ ডিসেম্বর, ২০২০ ১৯:০৬

‘প্রত্যেক মাদ্রাসায় ছাত্রলীগের কমিটি করে দেন। মাদ্রাসার শিক্ষকদের বলব ইউনিয়ন, ওয়ার্ড, উপজেলা থানায় ছাত্রলীগের কমিটি করে দেন। এবং গভার্নিং বডির নির্বাচিত সদস্যদের দিয়ে দেন।’

দেশের সব মাদ্রাসায় কমিটি গঠন করতে ছাত্রলীগকে পরামর্শ দিয়েছেন আলোচিত যুবলীগ নেতা সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন। সেই সঙ্গে কওমি মাদ্রাসাকেন্দ্রিক দলগুলোর অর্থের উৎস খুঁজে বের করার তাগিদ দিয়েছেন তিনি।

শনিবার বিকালে রাজধানীর শাহবাগে ‘গৌরব ৭১’ নামে একটি সংগঠন ‘জাগরণ সমাবেশে’ যোগ দিয়ে এই পরামর্শ দিয়েছেন ফরিদপুর-৪ আসনের এই সংসদ সদস্য।

রাজধানীর ধোলাইপাড়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণে ধর্মভিত্তিক কয়েকটি দলের বিরোধিতার মধ্যে কুষ্টিয়ায় ভাঙচুর হয়েছে জাতির পিতার ভাস্কর্য। এর প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হয়।

নিক্সন চৌধুরী বলেন, ‘প্রত্যেক মাদ্রাসায় ছাত্রলীগের কমিটি করে দেন। মাদ্রাসার শিক্ষকদের বলব ইউনিয়ন, ওয়ার্ড, উপজেলা থানায় ছাত্রলীগের কমিটি করে দেন। এবং গভার্নিং বডির নির্বাচিত সদস্যদের দিয়ে দেন।’

ভাস্কর্যবিরোধীদের টাকা কোত্থেকে আসে, সেটিও খুঁজে বের করার তাগিদ দেন নিক্সন। বলেন, ‘ওদের অর্থ কোথা থেকে আসে তা জানতে হবে।’

হেফাজতের অর্থ পাকিস্তান থেকে আসে বলেও অভিযোগ করেন তিনি।

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে শাহবাগে জাগরণ সমাবেশের মঞ্চে বক্তারা

নিক্সন জানান, তিনি কথা বলেন ‘সোজা’। বলেন, ‘আমার কথা একটাই। নয় মাস না, ছয় মাসে এদের দেশ থেকে পাকিস্তানে পাঠিয়ে দেব।

‘আমরা রাজপথে নেমেছি এই মৌলবাদীর বিপক্ষে। আমরা যারা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করতে পারি নাই, আমার বাপ দাদারা অংশগ্রহণ করেছিলেন। আমার বাবা মুক্তিযুদ্ধ করেছেন। আজকে আমাদের এই প্রজন্মের একটা সময় আসছে।’

তিনি বলেন, ‘আজ বাংলার রাখাল রাজা, বাংলার স্থাপতি বঙ্গবন্ধুর ভাস্কর্য যখন তৈরি হচ্ছে তখন এই মৌলবাদী জামায়াতের অংশ হেফাজত এই ভাস্কর্য ভেঙে ফেলতে চায়। এত বড় সাহস তারা কোথা থেকে পায়?’

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে শাহবাগে জাগরণ সমাবেশের একাংশ

বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানসহ অনেকেরই ভাস্কর্য আছে জানিয়ে নিক্সন বলেন, ‘সেগুলো নিয়ে কোন আলোচনা হয়নি। কিন্তু আমাদের জাতির পিতার ভাস্কর্য নিয়ে কথা বলার ক্ষমতা এই দুঃসাহস মামুনুল হকরা কোথা থেকে পান? এটা শুধু বাংলাদেশের যড়যন্ত্র না এখানে পাকিস্তানের যারা অপশক্তি আছে তারাও যুক্ত আছেন।’

এই সমাবেশকে ঘিরে পুলিশের নিরাপত্তা ছিল দেখার মতো। চার পাশে আইনশৃঙ্খলা বাহিনী ঘিরে ছিল পুরোটা সময়।

পুলিশকে উল্লেখ করে নিক্সন চৌধুরী বলেন, ‘আমি এখানে এসে দেখলাম প্রশাসনের ভাইয়েরা আমাদের নিরাপত্তা দিচ্ছেন। চারপাশে ঘিরে আছেন। কেন? আমরা কি ভীতু? আমাদের প্রশাসনের নিরাপত্তা লাগবে না। আমাদের পাহারা দেয়া লাগবে না। আমরা মুক্তিযুদ্ধের প্রজন্ম। আমরা ভয় পাই না। আপনারা গিয়ে ওই রাজাকার মামুনুল হককে পাহারা দেন।’

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে শাহবাগে জাগরণ সমাবেশের একাংশ

সমাবেশে ভাস্কর্য উত্তম বড়ুয়া বলেন, ‘একটি মৌলবাদী গোষ্ঠী দেশকে হুমকি দিয়ে যাচ্ছে আর প্রধানমন্ত্রী আপনি কেন চুপ করে আছেন।’

গৌরব ৭১ এর সাধারণ সম্পাদক এফ এম শাহীন এই সমাবেশ সঞ্চালনা করেন।

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে শাহবাগে জাগরণ সমাবেশের দেশাত্মবোধক গান পরিবেশন করা হচ্ছে

সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, ভাস্কর উত্তম বড়ুয়া, গৌরব ৭১ এর সাধারণ সম্পাদক এফ এম শাহীন, সংসদ সদস্য আব্দুল কুদ্দুস, সাবেক সংসদ সদস্য সানজিদা খানম, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, ব্যারিস্টার তুরিন আফরোজ, শহীদ বুদ্ধিজীবী আলিম চৌধুরীর মেয়ে চক্ষু চিকিৎসক নুজহাত চৌধুরীসহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন।

বক্তব্য শেষে শাহবাগে মৌলবাদবিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কবিতা আবৃত্তি ও দেশাত্মবোধ গান পরিবেশন করা হয়।

এ বিভাগের আরো খবর