বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ব্রেক্সিট: ইইউ-ব্রিটেন চুক্তি না হওয়ার আশঙ্কা

  •    
  • ১১ ডিসেম্বর, ২০২০ ০৯:৩৮

জনসন বলেন, পরিস্থিতি অগ্রগতির অনেক চেষ্টা করেছেন তিনি। কিন্তু ইইউ অপ্রয়োজনীয়ভাবে বিষয়গুলো কঠিন করছে।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য চুক্তি না করার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন।

স্থানীয় সময় বৃহস্পতিবার তিনি এ কথা জানান বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে গুরুত্বপূর্ণ বৈঠকের পর ব্রেক্সিট নিয়ে কোনো চুক্তি না হওয়ার বিষয়ে জনগণকে প্রস্তুত হতে বলেন জনসন।

ব্রেক্সিট চুক্তি নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে। তবে এ বিষয়ে চূড়ান্ত পর্যায়ে এখনও পৌঁছানো যায়নি বলেন জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী।

৩১ ডিসেম্বর ইইউর বাণিজ্যনীতি থেকে বের হয়ে আসার কথা যুক্তরাজ্যের। তাই ব্রেক্সিট চুক্তি সইয়ে খুব বেশি সময় নেই দেশটির।

কয়েক সপ্তাহ ধরে যুক্তরাজ্য ও ইইউর কর্মকর্তারা ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য চুক্তি বিষয়ে আলোচনা করছেন। কিন্তু প্রতিযোগিতা সংক্রান্ত বিধি, মাছ ধরার অধিকারসহ মৌলিক কিছু বিষয়ে বাধা অতিক্রমে ব্যর্থ হয়েছে দুই পক্ষই।

বুধবার ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন দের লায়েনের সঙ্গে সাক্ষাৎ করেন জনসন। কিন্তু ঐকমত্যে পৌঁছাতে পারেননি তারা।

লায়েনের সঙ্গে বৈঠক শেষে জনসন বলেন, পরিস্থিতি অগ্রগতির অনেক চেষ্টা করেছেন তিনি। কিন্তু ইইউ অপ্রয়োজনীয়ভাবে বিষয়গুলো কঠিন করছে।

জনসন বলেন, যুক্তরাজ্যকে নিজেদের আইনি ব্যবস্থায় বন্দি রাখতে চায় ইইউ। অন্যথায় আমদানির ওপর কর বসানোসহ অন্য বিষয়ে কঠোর অবস্থানে যাওয়ার হুমকি জোটটির।

তিনি বলেন, ইইউ যেসব প্রস্তাব দিয়েছে, সেসব মানলে, ইইউর ‘যমজ’ হিসেবে থাকতে হবে যুক্তরাজ্যকে।

জনসন বলেন, ‘ইইউর সঙ্গে অস্ট্রেলিয়ার সম্পর্কের মতোই একটা সমাধানে পৌঁছার প্রবল আশঙ্কা রয়েছে।’

মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে ইইউর সঙ্গে সমঝোতা আলোচনা করছে অস্ট্রেলিয়া। বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) নীতি মেনে ইইউর সঙ্গে বাণিজ্য করছে দেশটি।

৩১ ডিসেম্বরের পর যুক্তরাজ্য ডব্লিউটিওর নীতি মেনে বাণিজ্য শুরু করলে দেশটির পণ্যের ওপর শুল্ক আরোপ করা হবে। এতে ইইউভুক্ত ২৭টি দেশ থেকে পণ্য কিনতে ও বেচতে যুক্তরাজ্যকে উচ্চ মূল্য পরিশোধ করতে হবে।

এ বিভাগের আরো খবর