কৃষি উপকরণ ‘লাঙল’ আমদানির ঘোষণায় চট্টগ্রাম বন্দরে এসেছে তিন কনটেইনার কসমেটিকস।
বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে চালানটি আটকের পর কায়িক পরীক্ষা করেছে চট্টগ্রাম কাস্টম হাউসের কর্মকর্তারা।এ চালানে আড়াই কোটি টাকার শুল্ক ফাঁকির চেষ্টা হয়েছে বলে ধারণা করছে চট্টগ্রাম কাস্টম হাউসের অডিট ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) শাখার সহকারী কমিশনার রেজাউল করিম।তিনি নিউজবাংলাকে বলেন, আটক চালানে ২০ ফুট দীর্ঘ দুইটি কনটেইনার এবং ৪০ ফুট দীর্ঘ একটি কনটেইনার রয়েছে। এগুলোর কায়িক পরীক্ষা হয়েছে।তিনি আরও বলেন, কৃষিপণ্যের শুল্ক কম। সেই তুলনায় কসমেটিকস পণ্যের শুল্ক অনেক বেশি। চালানটিতে প্রায় আড়াই কোটি টাকার শুল্ক ফাঁকির চেষ্টা হয়েছে।