আধুনিক প্রযুক্তির ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস বা ইএফডি পদ্ধতিতে মূল্য সংযোজন কর বা ভ্যাট পরিশোধে উৎসাহিত করতে প্রতিমাসে লটারির মাধ্যমে ১০১ জন ক্রেতাকে পুরস্কার দেয়া হবে। প্রথম পুরস্কার বিজয়ী পাবেন এক লাখ টাকা।
বুধবার সেগুনবাগিচায় রাজস্ব ভবনে জাতীয় ভ্যাট দিবসকে সামনে রেখে এক সংবাদ সম্মলনে এ কথা জানান এনবিআরের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।
তিনি বলেন, ক্রেতা বা ভোক্তা কোনো পণ্য কেনার পর বিল পরিশোধ করলে ইএফডি মেশিন থেকে স্বয়ংক্রিয়ভাবে চালান বা রসিদ বের হয়ে আসবে। ওই রসিদ জমা দিলে তার ভিত্তিতে প্রতিমাসে লটারি হবে। প্রথম পুরস্কার হিসেবে দেয়া হবে এক লাখ টাকা।
দ্বিতীয় পুরস্কার ৫০ হাজার টাকা। তৃতীয় পুরস্কার হিসেবে পাঁচ জনকে ২৫ হাজার টাকা করে দেয়া হবে।
এ ভাবে মোট ১০১ জনকে লটারির মাধ্যমে বিজয়ী ঘোষণা করা হবে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান।
এনবিআর কর্মকর্তরা বলেছেন, পরীক্ষামূলকভাবে ইতিমধ্যে ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় ১ হাজার ইএফডি মেশিন বসানো হয়েছে।
সংবাদ সম্মলনে এনবিআর চেয়ারম্যান জানান, পর্যায়ক্রমে দেশের সব সিটি করপোরেশন এলাকা এবং জেলাপর্যায়ে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে এ মেশিন বসানো হবে।
ইএফডি হচ্ছে এক ধরনের আধুনিক হিসাবযন্ত্র। এটি ইলেকট্রনিক ক্যাশ রেজিস্টার বা ইসিআরের উন্নত সংস্করণ ।
ইএফডি ব্যবহারের ফলে বিক্রেতা বা ব্যবসাপ্রতিষ্ঠান প্রতিদিন যে পরিমাণ লেনদেন করবে, তার তথ্য এনবিআরের কর্মকর্তরা জানতে পারবেন। এ জন্য কেন্দ্রীয়ভাবে একটি সার্ভার বসানো হয়েছে রাজস্ব বোর্ডে।
প্রত্যেক ব্যবসাপ্রতিষ্ঠানের সঙ্গে এই সার্ভারের সংযুক্ত থাকবে। ইএফিড পূর্ণাঙ্গভাবে চালু হলে ভ্যাট আদায় বর্তমানের চেয়ে দ্বিগুণ হবে বলে আশা করছে সরকার। বর্তমানে আদায় হয় বছরে ৭৮ হাজার কোটি টাকা।
ইএফডি ব্যবহারের ক্ষেত্রে ব্যবসায়ীদের কিছু বিড়ম্বনার বিষয়ে এক প্রশ্নের জবাবে এনবিআর চেয়ারম্যান বলেন, যেকোনো নতুন বিষয়ে সমস্যা থাকবেই। এটি সমাধানে প্রশিক্ষণ দেয়া হয়েছে।
ভ্যাট অনলাইন প্রকল্পের বাস্তবায়নকারী ভিয়েতনামের প্রতিষ্ঠান এফপিটির কার্যক্রম নিয়ে প্রশ্ন রয়েছে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে চেয়ারম্যান বলেন, প্রকল্পের মাঝপথে কাউকে বাদ দেয়া যায় না।
এ বিষয়ে এনবিআর ভ্যাট সদস্য (এনফোর্সমেন্ট) আব্দুল মান্নান শিকদার বলেন, অনলাইন প্রকল্প যথাযথভাবে বাস্তবায়ন করতে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি এফপিটির কার্যক্রমের বিষয়ে সার্বক্ষণিক নজরদারি করছে।
বৃহস্পতিবার জাতীয় ভ্যাট দিবস
বৃহস্পতিবার জাতীয় ভ্যাট দিবস পালন করবে এনবিআর। এবার ভ্যাট দিবসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে: মুজিববর্ষের অঙ্গীকার, ইএফডিতে এনবিআর।
জনগণকে ভ্যাট দিতে উৎসাহিত করতে ২০১০ সাল থেকে ভ্যাট দিবস পালন করে আসছে এনবিআর।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এ বছর করোনার কারণে ভ্যাট দিবসের কার্যক্রম সীমিত করা হয়েছে। র্যালি, বড় আকারের সংবর্ধনা, সাজসজ্জাকরণ, প্রকাশনাসহ বেশ কিছু কর্মসূচি বাতিল করা হয়েছে।
তবে ছোটপরিসরে সেমিনারের আয়োজন করা হবে। এ ছাড়া সেরা ভ্যাটদাতাদের পুরস্কৃত করা হবে বলে জানান এনবিআরের চেয়ারম্যান।