পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির ছয় পরিচালকের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
মঙ্গলবার পুলিশ, বিমানবন্দর ও স্থলবন্দরগুলোতে চিঠি দিয়ে এ নিষেধাজ্ঞা চাওয়া হয়।
যাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে তারা হলেন- আলিফ ম্যানুফ্যাকচারিং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আজিমুল ইসলাম এবং ইউনাইটেড এয়ারওয়েজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ক্যাপ্টেন তাসবিরুল আহমেদ চৌধুরী।
এ ছাড়া ইমাম বাটনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আলী, পরিচালক জেবুন্নেছা আক্তার, হামিদা বেগম ও লোকমান চৌধুরী।
বিএসইসির চিঠিতে বলা হয়েছে, এসব ব্যক্তি শেয়ারবাজার থেকে বিভিন্ন সময়ে কোম্পানির নামে আইপিও, আরপিও এবং রাইট শেয়ার ছেড়ে বিপুল অর্থ তুলেছেন। এক পর্যায়ে নিজেদের নামে থাকা শেয়ার বিক্রি করে দেন। এতে আইনের লঙ্ঘন হয়েছে।
এরই প্রেক্ষিতে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
এর আগে অভিযুক্তদের সবাইকে কমিশনে ডেকে ব্যাখ্যা তলব করা হয়। কিন্তু তারা কেউ এত সাড়া দেননি।
বিএসইসির আশঙ্কা এরা যে কোনো সময় দেশ ছাড়তে পারেন। তাই বিনিয়োগকারীদের স্বার্থে নতুন তথ্য না দেয়া পর্যন্ত তাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে।