আরও একটি এলিভেটেড এক্সেপ্রেসওয়ে নির্মাণ করবে সরকার। প্রায় ২ হাজার ২২৮ কোটি টাকা ব্যয়ে এটি তৈরি হবে নারায়ণগঞ্জ শহরের পঞ্চবটি থেকে মুক্তারপুর সেতু পর্যন্ত।
মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় নতুন এ প্রকল্পের অনুমোদন দেয়া হয়। এটিসহ ৩ হাজার ৫২৪ কোটি টাকা ব্যয়ে চারটি প্রকল্পের অনুমোদন দেয়া হয় এ সভায়। এর মধ্যে দুটি নতুন। বাকি দুটি সংশোধিত।গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হন একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে শেরেবাংলা নগরের এনইসিতে সংবাদ সম্মেলনে একনেক সভার বিস্তারিত তুলে ধরেন পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (সদস্য) জ্যেষ্ঠ সচিব ড. শামসুল আলম।পরিকল্পনা কমিশনের কর্মকর্তরা বলেন, পঞ্চবটি থেকে মুক্তারপুর সেতু পর্যন্ত বিদ্যমান সড়কটি দুই লেনে প্রশস্ত করার পাশাপাশি আরও দুই লেন এলিভেটেড এক্সপ্রেসওয়ে তৈরি হবে।
সংবাদস সম্মেলনে ড. শামসুল আলম বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে মুন্সীগঞ্জ জেলার সঙ্গে ঢাকা ও নারায়ণগঞ্জ জেলার উন্নত ও নিরাপদ সড়ক যোগাযোগ নিশ্চিত হবে।এ ছাড়া দক্ষিণাঞ্চলের যানবাহন ঢাকা শহরে প্রবেশ না করে তৃতীয় শীতলক্ষ্যা সেতু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচল করতে পারবে। ফলে ঢাকার যানজট সহনীয় হবে। সরকারের নিজস্ব অর্থায়নে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ প্রকল্পটি বাস্তবায়ন করবে। ২০২৫ সালে প্রকল্পের কাজ শেষ হবে বলে আশা প্রকাশ করেছে সেতু কর্তৃপক্ষ। প্রকল্পের আওতায় ভূমি অধিগ্রহণ ও পুনর্বাসন, মাটির কাজ, সেতু ও বক্স কালভার্ট, ড্রেন, টোল প্লাজা, টোল মনিটরিং ভবন, ওজন স্টেশন, সেতু প্রশস্তকরণ, ট্রাক স্ট্যান্ডসহ অন্যান্য অবকাঠামো নির্মাণ করা হবে। একনেক সভায় মঙ্গলবার অনুমোদিত অন্য প্রকল্পসমূহ হচ্ছে: কৃষি মন্ত্রণালয়ের কৃষি তথ্য সার্ভিস আধুনিকায়ন ও ডিজিটাল কৃষি তথ্য শক্তিশালীকরণ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রণালয়ের চরখালী-তুষখালী-মঠবাড়িয়া-পাথরঘাটা সড়ক উন্নয়ন এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ময়মনসিংহ সিটি করপোরেশনের ড্রেনেজ নেটওয়ার্কসহ নাগরিক সেবা উন্নতকরণ।