রাষ্ট্রীয় মালিকানাধীন জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে পুনরায় নিয়োগ পেয়েছেন মো. আব্দুছ ছালাম আজাদ।
বয়স ৬৫ বছর পূর্ণ হওয়া পর্যন্ত তাকে এ পদে নিয়োগ দিয়ে মঙ্গলবার আদেশ জারি করে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।
ফলে ২০২৩ সালের ২৯ এপ্রিল পর্যন্ত এ পদে থাকতে পারবেন তিনি।
অবশ্য তার নিয়োগ কার্যকর হতে বাংলাদেশ ব্যাংকের অনাপত্তি লাগবে।
২০১৭ সালের ডিসেম্বরে আব্দুছ ছালাম আজাদ প্রথম দফায় তিন বছরের জন্য জনতা ব্যাংকের এমডি হিসেবে নিয়োগ পান।
গত ৩ ডিসেম্বর সেই মেয়াদ শেষ হয়।
আব্দুছ ছালাম আজাদ ১৯৮৩ সালে সিনিয়র অফিসার হিসেবে জনতা ব্যাংকে যোগ দেন।
প্রত্যন্ত অঞ্চলের একটি শাখায় দায়িত্ব পালনের মধ্য দিয়ে কর্মজীবন শুরু করে ৩৬ বছরের মধ্যে ২৬ বছরই বিভিন্ন ব্যাংক শাখায় ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন।
২০১৬ সালে উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি পেয়ে বাংলাদেশ কৃষি ব্যাংকে যোগ দেন। তিন মাস পর একই পদে যোগ দেন জনতা ব্যাংকে।
১৯৭১ সালে অষ্টম শ্রেণিতে পড়ার সময় ভারতে গিয়ে প্রশিক্ষণ নিয়ে মুক্তিযুদ্ধে অংশ নেন এ ব্যাংকার।