এবার অনলাইনে বিও হিসাব খোলার উদ্যোগ নিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আর এটি হলে ঘরে বসেই শেয়ারবাজারে বিনিয়োগের জন্য এ হিসাব খুলতে পারবেন বিনিয়োগকারীরা।
বিএসইসি জানায়, এরই মধ্যে বিও হিসাবকে ডিজিটাল রূপ দেয়ার সিংহভাগ কাজ শেষ হয়েছে। আবেদন ফরমটি কেমন হবে, এখন তা নিয়ে কাজ চলছে।
লেনদেনের তথ্য সংরক্ষণকারী প্রতিষ্ঠান সেন্ট্রাল ডিপোজিটরি অব বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) সঙ্গে সমন্বয় করে আগামী এক মাসের মধ্যে প্রক্রিয়াটি চালু করা হবে।
সাধারণত কোনো না কোনো ডিপজিটরি পার্টিসিপেন্ট (ডিপি) বা ব্রোকারেজ হাউেজর মাধ্যমে বিও হিসাব খোলা হয়ে থাকে। এজন্য ৫০০ থেকে এক হাজার টাকা গুণতে হয় বিনিয়োগকারীদের।
এছাড়া বছরান্তে রক্ষণাবেক্ষণ ফি দিতে হয় ৪৫০ টাকা। ডিজিটাল প্রক্রিয়ায় ফি আরও কমানো যায় কি না, তা নিয়েও ভাবছে বিএসইসি।
সংস্থাটির কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ জানান, ‘পুঁজিবাজারকে আরও বেশি ডিজিটাল সুবিধা চালু করতে আমরা বেশ কিছু উদ্যোগ নিয়েছি। তারই অংশ হিসেবে ডিজিটাল বিও চালু করা হচ্ছে।‘
বর্তমানে বিও হিসাব খুলতে কয়েক পৃষ্ঠার ফরম পূরণ করতে হয়। সেই সঙ্গে জমা দিতে হয় বেশ কিছু কাগজপত্র। এ ঝামেলা কমাতেই অনলাইনে বিও হিসাব খোলার সুযোগ তৈরি করা হচ্ছে।
এ পদ্ধতিতে বিনিয়োগকারী সিডিবিএলের ওয়েবসাইটে ঢুকে পছন্দ মতো ডিপি বাছাই করতে পারবেন। পরে প্রয়োজনীয় সাধারণ তথ্য দিতে হবে।
এতে জাতীয় পরিচয়পত্রের নম্বর দেয়ার সুযোগ থাকবে, যাতে স্বয়ংক্রিয়ভাবেই ব্যক্তিগত অনেক তথ্য আপডেট হয়ে যাবে। পরে ব্যাংকের তথ্য ইনপুট দিতে হবে। সব ঠিক থাকলে বিনিয়োগকারী একটি নিশ্চিতকরণ বার্তা পাবেন।
সিডিবিএলের ব্যবস্থাপনা পরিচালক শুভ্র কান্তি চৌধুরী নিউজবাংলাকে বলেন, ‘পুরো প্রক্রিয়াটি চালু হলে যেকোনো জায়গা থেকেই অনলাইনে বিও হিসাব খোলা যাবে। হিসাব খোলার ফিও কমবে।‘
বর্তমানে পুঁজিবাজারে বিও হিসাব রয়েছে ২৫ লাখ ২০ হাজারের চেয়ে বেশি। নতুন পদ্ধতিতে এটি আরও বাড়বে বলে আশা বিএসইসির।