বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পুঁজিবাজারে সুবাতাস

  •    
  • ৭ ডিসেম্বর, ২০২০ ২১:৪৬

‘ব্যাংকে সঞ্চয়ী হিসাবের সুদ হার তিন/চার শতাংশে নেমে এসেছে। স্থায়ী আমানতের সুদ হার নেমেছে চার/ছয় শতাংশে। মূল্যস্ফীতি হিসাবে নিলে ব্যাংকে রাখলে কার্যত টাকা কমছে। তাই অনেকেরেই দ্বিতীয় পছন্দ এখন পুঁজিবাজার।’

হতাশার কালো মেঘ কেটে গিয়ে যেন সুবাতাস বইছে দেশের পুঁজিবাজারে। বেরিয়ে এসেছে দরপতনের ধারা থেকে। খরা কেটেছে লেনদেনও।

৩০ নভেম্বর থেকে টানা চার কর্মদিবস সূচক বাড়ছে দুই স্টক এক্সচেঞ্জে। সেই সঙ্গে বাড়ছে লেনদেন।

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ২৯ পয়েন্ট বেড়ে ছাড়িয়েছে পাঁচ হাজার ৫৩ পয়েন্টে। লেনদেন আগের দিনের চেয়ে পাঁচ কোটি টাকা বেড়ে ৮৪৮ কোটি টাকা ছাড়িয়েছে।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ সূচক ১০ পয়েন্ট বেড়ে হয়েছে এক হাজার ৫৩ পয়েন্ট। লেনদেন হয়েছে প্রায় ৪৪ কোটি টাকা। 

বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও ইবিএল সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক সাইদুর রহমান নিউজবাংলাকে বলেন, ‘অনেকে এই উত্থানের সমালোচনা করছে। কিন্ত আমি বলব, এটা খুবই স্বাভাবিক। রবির মতো বহুজাতিক কোম্পানি বাজারে আসছে। এটা বিনিয়োগকারীদের মাঝে ইতিবাচক আকর্ষণ তৈরি হয়েছে।’

তিনি বলেন, ‘ব্যাংকে সঞ্চয়ী হিসাবের সুদ হার তিন/চার শতাংশে নেমে এসেছে। স্থায়ী আমানতের সুদ হার নেমেছে চার/ছয় শতাংশে। মূল্যস্ফীতি হিসাবে নিলে ব্যাংকে রাখলে কার্যত টাকা কমছে। তাই অনেকেরেই দ্বিতীয় পছন্দ এখন পুঁজিবাজার।’

ডিএসইতে লেনদেন হওয়া ৩৫৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মাঝে দাম বেড়েছে ১২৬টির, কমেছে ১৪০টির আর অপরিবর্তিত ছিল ৮৭টির। সিএসইতে লেনদেন হয়েছে ২৬৯টির। এর মধ্যে বেড়েছে ৯৮টির, কমেছে ১১৫টির আর অপরিবর্তিত ছিল ৫৬টি কোম্পানির শেয়ারের দাম।

ডিএসইতে লেনদেনে শীর্ষে ছিল বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটির ৫৫ কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছে। দ্বিতীয় স্থানে ছিল একই গ্রুপের বেক্সিমকো ফার্মাসিটিউক্যালস, লেনদেন হয়েছে ৩৯ কোটি টাকার। ৩২ কোটি টাকা লেনদেন হয়ে তৃতীয় অবস্থানে ছিল রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

দর বাড়ার শীর্ষে ছিল মিরাকেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৮৪ শতাংশ। দ্বিতীয় স্থানে থাকা নতুন তালিকাভুক্ত ডমিনেজ স্টিলের শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৭১ শতাংশ বেড়েছে। 

এ বিভাগের আরো খবর