বন্ধ হয়ে যাচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত উত্তরা ব্যাংকের সহযোগী বিনিয়োগ প্রতিষ্ঠান ইউবি ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট। রোববার ব্যাংকের বরাতে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়।
উত্তরা ব্যাংক জানিয়েছে, লাইসেন্স না পাওয়ায় ইউবি ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্টের কার্যক্রম শুরু করা যায়নি।
উত্তরা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সেক্রেটারি মো. আশরাফ-উজ-জামান নিউজবাংলাকে বলেন, ‘২০১০ সালে ইউবি ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট গঠন করা হয়। কোম্পানির জন্য তহবিলও রাখা ছিল। কিন্তু নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে লাইসেন্স না পাওয়ায় আর কার্যক্রম শুরু করা যায়নি।’
আশরাফ-উজ-জামান জানান, ‘উত্তরা ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড নামে আমাদের একটি প্রতিষ্ঠান আছে। তাই ইউবি ক্যাপিটালকে জিইয়ে রাখার আর দরকার নেই।’
কার্যক্রম না থাকলেও প্রতিবছর প্রতিষ্ঠানটির জন্য আলাদা ব্যালেন্স শিট তৈরি করতে হয়, এতদিন যা বাড়তি বোঝা হয়েছিল বলেও জানান তিনি।
পুঁজিবাজারে উত্তরা ব্যাংক তালিকাভুক্ত হয় ১৯৮৪ সালে। ‘এ’ শ্রেণিভুক্ত কোম্পানিটির পরিশোধিত মূলধন ৫০১ কোটি টাকা, যার ৩০ দশমিক ৫৪ শতাংশ শেয়ার আছে উদ্যোক্তা-পরিচালকদের হাতে।