বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ফোর্বস খুলল ফরচুন সুজের ভাগ্য

  •    
  • ৬ ডিসেম্বর, ২০২০ ১৭:৩২

রোববার লেনদেনের শুরুতেই দেশের দুই স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত চামড়া খাতের কোম্পানি ফরচুন সুজের দাম বাড়তে থাকে। বহুদিন বিনিয়োগকারীদের আগ্রহের তলানীতে থাকা কোম্পানিটি এক লাফে উঠে আসে লেনদেনে শীর্ষে থাকা ২০ কোম্পানির তালিকায়। দিন শেষে ডিএসইর লেনেদেনে ফরচুন সুজের অবস্থান ছিল চার নম্বরে।

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী বিজনেস ম্যাগাজিন ফোর্বসের ‘এশিয়ার সেরা ২০০ আন্ডার এ বিলিয়ন’ প্রতিষ্ঠানের তালিকায় নাম আসার খবরে, ফরচুন সুজ লিমিটেডের শেয়ারের দামে বড় ধরনের উল্লম্ফন ঘটেছে।

দাম বেড়েছে এ তালিকায় থাকা অপর দুই কোম্পানি স্কয়ার ও রেনাটা ফার্মাসিটিউক্যালস লিমিটেডের শেয়ারেরও।

রোববার সপ্তাহের প্রথম কর্মদিবসে লেনদেনের শুরুতেই দেশের দুই স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত চামড়া খাতের কোম্পানি ফরচুন সুজের দাম বাড়তে থাকে। বহুদিন বিনিয়োগকারীদের আগ্রহের তলানীতে থাকা কোম্পানিটি এক লাফে উঠে আসে লেনদেনে শীর্ষে থাকা ২০ কোম্পানির তালিকায়। দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনেদেনে ফরচুন সুজের অবস্থান ছিল চার নম্বরে।

হাতবদল হয় এক কোটি ১৯ লাখ শেয়ার, টাকার অঙ্কে প্রায় ২২ কোটি। আর দিন শেষে প্রতিটি শেয়ারের দাম এক টাকা ৬০ পয়সা বা ৯ দশমিক ২৪ শতাংশ বেড়ে ১৮ টাকা ৯০ পয়সায় গিয়ে ঠেকে।

অবশ্য আগে থেকেই বিনিয়োগকারীদের পছন্দের তালিকায় থাকা স্কয়ার ও রেনাটার দাম সামান্যই বেড়েছে।

রেনাটার প্রতিটি শেয়ারের দাম ১৩ টাকা ৬০ পয়সা বেড়ে হয়েছে এক হাজার ৯১ টাকা। আর স্কয়ার ফার্মাসিটিউক্যালসের শেয়ারের দাম ৫ টাকা ২০ পয়সা বেড়ে ১৯২ টাকা ৩০ পয়সা হয়েছে।

শনিবার ফোর্বস ম্যাগাজিনের খবরে বলা হয়, বিপণন ও লাভে এশিয়ার সেরা ২০০টি কোম্পানির তালিকায় ঠাঁই পেয়েছে বাংলাদেশের কোম্পানি স্কয়ার, রেনাটা ও ফরচুন।

ম্যাগাজিনটির প্রতিবেদনে স্কয়ার ফার্মাসিটিউক্যালসের বাজার মূল্য দেখানো হয়েছে ১৭১ কোটি ৬০ লাখ ডলার। বিক্রি ৫১ কোটি ২০ আর নিট আয় ধরা হয়েছে ১৫ কোটি ডলার।

রেনাটা ফার্মাসিউটিক্যালসের বাজার মূল্য ১৭১ কোটি ডলার। বিক্রি ৫১ কোটি ২০ আর নিট আয় ৪ কোটি ৫০ লাখ ডলার।

তালিকায় তিন নম্বরে থাকা ফরচুন সুজের বাজার মূল্য দেখানো হয়েছে ২ কোটি ৮০ লাখ ডলার। আর বিক্রি ও নিট আয় যথাক্রমে এক কোটি ৮০ লাখ ও ত্রিশ লাখ ডলার।

বাজার বিশ্লেষকরা বলছেন, ফোর্বসের প্রতিবেদনে এই কোম্পানিটির নাম থাকা বিনিয়োগকারীদের কাছে ছিল বড় ধরনের চমক। তাই তাদের আগ্রহও বেশি ছিল এ কোম্পানিটি ঘিরেই।

১০ বছর আগে যাত্রা শুরু হওয়া ফরচুন সুজ পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০১৬ সালে।

কোম্পানিটির পরিশোধিত মূলধন ১৪৭ কোটি টাকা, যার ৩০ দশমিক ৯৩ শতাংশের মালিকানা উদ্যোক্তা-পরিচালকদের। কোম্পানিটি গত বছরে বিনিয়োগকারীদের মাত্র দুই শতাংশ লগদ লভ্যাংশ দেয়।

এ বিভাগের আরো খবর