চট্টগ্রামে ভ্যাট কর্মকর্তাদের বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুলেছেন স্বর্ণ ব্যবসায়ীরা।রোববার সকাল ১১টার দিকে চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে সংবাদ সম্মেলনে বাংলাদেশ জুয়েলার্স সমিতি চট্টগ্রাম শাখার সভাপতি মৃনাল কান্তি ধর এই অভিযোগ করেন।তিনি বলেন, ‘যখন-তখন জুয়েলারি দোকানে এসে ভ্যাট কর্মকর্তারা ১০ হাজার, ২০ হাজার টাকা আদায় করছেন। এ ছাড়া ভ্যাট অফিসে গিয়ে যোগাযোগ করতে বলছে। এই বিষয়ে ভ্যাট প্রশাসনে যোগাযোগ করা হলেও কোনো সুরাহা হয়নি। এভাবে চলতে থাকলে স্বর্ণের দোকান বন্ধ করে দেয়া হবে।‘করোনার সময় বেশিরভাগ ব্যবসায়ী দোকান বন্ধ রেখেছেন। কিন্তু ভ্যাট ও আয়কর প্রশাসন নানা সময় ভ্যাটের জন্য ব্যবসায়ীদের হয়রানি করছে। যদিও নিয়ম হলো, কোনো ব্যবসায়ী ভ্যাট না দিলে তাকে দুইবার নোটিশ দিতে হবে।’ সংবাদ সম্মেলনে জুয়েলার্স সমিতি চট্টগ্রাম শাখার নেতারা উপস্থিত ছিলেন।
ভ্যাট কর্মকর্তাদের বিরুদ্ধে হয়রানির অভিযোগ
‘যখন-তখন জুয়েলারি দোকানে এসে ভ্যাট কর্মকর্তারা ১০ হাজার, ২০ হাজার টাকা আদায় করছেন। এ ছাড়া ভ্যাট অফিসে গিয়ে যোগাযোগ করতে বলছে। এই বিষয়ে ভ্যাট প্রশাসনে যোগাযোগ করা হলেও কোনো সুরাহা হয়নি।’
-
ট্যাগ:
- হয়রানি
এ বিভাগের আরো খবর/p>