বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় অর্থপাচার মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার তারিখ আবার পিছিয়েছে।
রোববার আদালতে ওই মামলার প্রতিবেদন দেয়ার দিন ছিল। তবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন জমা দিতে না পারায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরী আগামী ১৩ জানুয়ারি পরবর্তী দিন নির্ধারণ করেন।
এ নিয়ে গত চার বছরে ৪৩তম বার পিছিয়েছে প্রতিবেদন জমা।
২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে রাখা বাংলাদেশ ব্যাংকের ১০ কোটি ১০ লাখ ডলার চুরি হয়। পরে ওই টাকা ফিলিপাইনসহ কয়েকটি দেশে পাচার হয়।
এ ঘটনায় ওই বছরের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টের উপপরিচালক জোবায়ের বিন হুদা মতিঝিল থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলাটি করেন। পরে তদন্ত করে সিআইডিকে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয় আদালত।