‘পদ্মা ব্যাংক আই ব্যাংকিং’ নামে ইন্টারনেট ব্যাংকিং সেবার আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে পদ্মা ব্যাংক কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার রাজধানীর গুলশানে পদ্মা ব্যাংকের প্রধান কার্যালয়ে এই সেবার উদ্বোধন করেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. এহসান খসরু।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাংকটি জানায়, এই সেবা চালুর ফলে গ্রাহকরা যে কোনো সময়ে লেনদেন করতে পারবেন। নির্দিষ্ট কোনো সময়ের জন্য অপেক্ষা করতে হবে না।
ব্যাংকটি জানিয়েছে, ডিজিটাল ব্যাংকিংকে প্রধান্য দিয়েই তারা গ্রাহকদের জন্য আই ব্যাংকিং চালু করেছে। এর ফলে করোনাকালে ঘরে বসে এক ক্লিকেই এক হিসাব থেকে অন্য হিসাবে টাকা পাঠিয়ে দিতে পারছেন গ্রাহকরা।
মোবাইল ব্যাংকিং হিসাবে টাকা স্থানান্তর করে কেনাকাটা বা বিভিন্ন সেবার বিল পরিশোধ করা যাচ্ছে। মোবাইল ফোনের ব্যালান্স রিচার্জও করা যাচ্ছে ঘরে বসে।
বিজ্ঞপ্তিতে ব্যাংকটি আরও জানায়, বর্তমানে আই ব্যাংকিংয়ের মাধ্যমে গ্রাহকরা ঘরে বসে মোবাইল ব্যাংকিং সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশে টাকা স্থানান্তর করতে পারছেন।
‘পদ্মা ব্যাংক আই ব্যাংকিং’-এর বিশেষ সুবিধা ‘পে ডে স্যালারি ক্লিক’। এর মাধ্যমে পদ্মা ব্যাংকের কর্মীরা শর্ত সাপেক্ষে মাসের যে কোনো দিন বেতন তুলতে পারবেন বলেও জানিয়েছে ব্যাংকটি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইতোমধ্যে পদ্মা ব্যাংক অন্যান্য ডিজিটাল সল্যুশনস– পদ্মা ওয়ালেট, পদ্মা ইন্সট্যান্ট, পদ্মা ডিজির মতো সব ইন্টারনেট সেবা চালু করেছে।
২০২১ সালে বাংলা কিউআর কোড ডিজিটাল সল্যুশনসহ গ্রাহকদের আরও অনেক আধুনিক সেবা নিয়ে আসার পরিকল্পনা রয়েছে বলেও জানায় পদ্মা ব্যাংক।
‘পদ্মা ব্যাংক আই ব্যাংকিং’-এর উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে ব্যাংকটির উপব্যবস্থাপনা পরিচালক ফয়সাল আহসান চৌধুরী, বিজনেস হেড জাবেদ আমিন, মানব সম্পদ বিভাগের প্রধান সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি) মো. আহসান উল্লাহ খান, চিফ ফিনান্সিয়াল অফিসার মো. শরিফুল ইসলামসহ বিভিন্ন বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।