ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য ও বিনিয়োগে ব্রিটেন বাংলাদেশকে গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন।
বৃহস্পতিবার বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ কথা জানান।
নিজের সরকারি বাসভবন ডিকসনের সঙ্গে মতবিনিময় করেন বাণিজ্যমন্ত্রী।
মতবিনিময় শেষে মন্ত্রী জানান, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে আলাদা হওয়ার পর বাণিজ্য ও বিনিয়োগে যুক্তরাজ্যের আগ্রহে উৎসাহবোধ করছে বাংলাদেশ। তবে নতুন এ যাত্রায় দুই দেশের সম্পর্ক যাতে ঠিক পথে চলে, সে জন্য আলোচনা জরুরি।
তিনি জানান, আগামী জানুয়ারি মাসেই উভয় দেশের সরকারের মধ্যে (জি টু জি) বাণিজ্য বৈঠকের আয়োজন করা হবে।
মন্ত্রীর আশা, যুক্তরাজ্যের নতুন বাণিজ্য নীতিতে বাংলাদেশকে গুরুত্ব দেয়া হবে।
ডিকসনকে উদ্ধৃত করে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য ও বিনিয়োগে বাংলাদেশকে গুরুত্ব দিচ্ছে ব্রিটেন। উভয় দেশের মধ্যে বাণিজ্য বৈঠক করে এ বিষয়ে কর্মপরিকল্পনা ঠিক করা হবে।’
যুক্তরাজ্যের হাইকমিশনার আরও বলেন, ‘বাংলাদেশের সঙ্গে ব্রিটেনের চলমান বাণিজ্য ও বিনিয়োগ সুবিধা অব্যাহত থাকবে।’
যুক্তরাজ্য বাংলাদেশের তৃতীয় বৃহত্তম রফতানি বাজার। গত অর্থবছরে দেশটিতে ৩৪৫ কোটি ৩৮ লাখ ৭০ হাজার মার্কিন ডলারের পণ্য রফতানি হয়। বিপরীতে আমদানি হয় ৪১ কোটি ৮ লাখ ৩০ হাজার ডলার মূল্যের পণ্য।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘ব্রিটেনের সঙ্গে আমাদের বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক দীর্ঘ দিনের। এখানে দেশটির অনেক বিনিয়োগ রয়েছে। তারা আরও বিনিয়োগ করতে চাইলে স্বাগত জানানো হবে।’
তিনি বলেন, সরকার ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার কাজ দ্রুত এগিয়ে নিচ্ছে। চীন, জাপান, কোরিয়া ও ভারতসহ বেশ কিছু দেশ সেখানে বিনিয়োগে এগিয়ে এসেছে।
মন্ত্রী যুক্তরাজ্যের ব্যবসায়ীদেরও বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আহ্বান জানান।
এ ছাড়া বাংলাদেশে একটি বিশ্বমানের বিশ্ববিদ্যালয় গড়ে তুলতেও যুক্তরাজ্যের প্রতি আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী।