তৈরি পোশাক রফতানি পণ্য জাহাজে তুলতে বন্দরে কনটেইনার পৌঁছানোর সময়সীমা বা কাট অফ টাইম বাড়িয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক নিউজবাংলাকে বলেন, ‘তৈরি পোশাকশিল্পের ব্যবসায়ীদের আবেদনে বুধবার বন্দর কর্তৃপক্ষ এ বিষয়ে এক নোটিশ জারি করেছে। এখন থেকে কনটেইনার জাহাজ জেটিতে ভেড়ার পরদিনও তা জাহাজে তোলা যাবে। এ হিসাবে ২৪ ঘণ্টা সময়সীমা বাড়ানো হয়। আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এই সুবিধা পাওয়া যাবে।’
এর আগে কনটেইনার জাহাজ যেদিন জেটিতে ভিড়ত, ওই দিনই জাহাজে তুলতে হতো। জাহাজ জেটিতে ভেড়ার পরদিন বন্দরে নেয়া হলেও জাহাজীকরণের সুযোগ মিলত না। এবার নিয়ম শিথিল করায় বাড়তি ২৪ ঘণ্টা সময় পাবেন পোশাক শিল্প মালিকরা।
বিজিএমইএর পরিচালক মোহাম্মদ আতিক নিউজবাংলাকে বলেন, ‘২৪ ঘণ্টা বাড়তি সময় না থাকলে বেকায়দায় পড়েন ব্যবসায়ীরা। বিশেষ অনুমোদনের নামে তখন অনেকেই বাণিজ্য করে। তাই এই সময় বাড়ানো যুক্তিসংগত।’
২০১৩ সালের ৪ এপ্রিল থেকে জাহাজে কনটেইনার তোলার সময় (কাট অফ টাইম) নির্ধারণ করে চট্টগ্রাম বন্দর।