সময় রাঙানোর ব্রত নিয়ে ফ্যাশন ব্র্যান্ড ‘রঙ’ যাত্রা শুরু করে ১৯৯৪ সালের ২০ ডিসেম্বর। পথ চলতে চলতে বিশ্ব রাঙানোর প্রত্যয়ে ২০১৫ সালে এটিই ‘বিশ্বরঙ’ নাম ধারণ করে।
জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ডটি ২০২০ সালের ২০ ডিসেম্বর ২৫ পেরিয়ে ২৬ বছরে পা দিচ্ছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোরুম অথবা অনলাইনের কেনাকাটায় যেকোনো পোশাকে সর্বোচ্চ ৭০ শতাংশ পর্যন্ত মূল্য ছাড় দিচ্ছে ব্র্যান্ডটি। অফার চলবে ২৭ নভেম্বর থেকে স্টক থাকা পর্যন্ত। এ সময়ের মধ্যে পছন্দের পোশাকটি সংগ্রহ করতে পারবেন সাশ্রয়ী মূল্যে।
বিশ্বরঙ ফ্রাঞ্চাইজ শোরুমগুলোতেও থাকছে যেকোনো পোশাকে ২০ শতাংশ মূল্য ছাড়। বাহারি ডিজাইনের কালেকশন থাকছে বিশ্বরঙের এই অফারে। পোশাকের প্যাটার্নেও থাকছে ভিন্নতা।
শাড়ি, পাঞ্জাবি, থ্রিপিস, ফতুয়া, শার্ট, টি-শার্টে ব্যবহার উপযোগী আরামদায়ক সুতি, লিলেন, ভিসকস, ভয়েল কাপড়ের পাশাপাশি আভিজাত্য তুলে ধরতে আছে জয়সিল্ক, ধুপিয়ান, হাফ সিল্ক, জর্জেট, শিফনসহ বাহারি কাপড়।
পোশাকগুলোতে উজ্জ্বল রঙের পাশাপাশি প্রাকৃতিক বিভিন্ন রং ব্যবহার করা হয়েছে। কাজের মাধ্যম হিসেবে এসেছে চুনরি, টাই-ডাই, ব্লক, বাটিক, কারচুপি, অ্যাপ্লিক, কাটওয়ার্ক, স্ক্রিনপ্রিন্ট ইত্যাদি।