লক্ষ্যমাত্রা অনুযায়ী ক্ষুদ্রশিল্পের প্রণোদনার ঋণ বিতরণে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় পেল ব্যাংক ও ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলো।
বৃহস্পতিবার এ বিষয়ে সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংক।
এতে জানানো হয়, কুটির, অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (সিএমএসএমই) জন্য গঠিত প্রণোদনা প্যাকেজের ঋণ বিতরণে প্রতিটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের লক্ষ্যমাত্রা ডিসেম্বরের মধ্যে পূরণ করতে হবে।
এর আগে ৩১ অক্টোবর ও ৩০ নভেম্বর পর্যন্ত দুই দফা সময় বেঁধে দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। তবে নির্ধারিত সময়ের মধ্যে ক্ষুদ্র শিল্পের ঋণের বিতরণে তেমন অগ্রগতি না থাকায় সময় আরও এক মাস বাড়ানো হয়।
কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, কিছু ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী ঋণ বিতরণ করতে না পারায় সিএমএসএমই খাতে কাঙ্ক্ষিত উৎপাদন ও সেবার প্রসার বাধাগ্রস্ত হচ্ছে। ফলে কর্মী বহাল রাখাসহ অর্থনৈতিক কর্মকাণ্ড ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রতিষ্ঠানগুলোর।
গত এপ্রিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সিএমএসএমই খাতের জন্য প্রণোদনা প্যাকেজের আওতায় মাত্র চার শতাংশ সুদে ঋণ বিতরণের উদ্যোগ নেয় বাংলাদেশ ব্যাংক।
ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানগুলো এই প্যাকেজের মোট বিতরণ করা ঋণের সর্বোচ্চ ৩০ শতাংশ সিএমএসএমই খাতের ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে ঋণ দিতে পারছে। বাকি ৭০ শতাংশ ঋণ যাবে উৎপাদন ও সেবা খাতের প্রতিষ্ঠানে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম নিউজবাংলাকে বলেন, এক মাস সময় দেয়ায় উদ্যোক্তারা বাড়তি সময় পাবেন। এতে এই প্রণোদনা প্যাকেজের উদ্দেশ্য পূরণও হবে।