দেশের বিভিন্ন কলেজ, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অসচ্ছল পরিবারের ৫১৫ জন শিক্ষার্থীকে বৃত্তি দিচ্ছে শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রাথমিক পর্যায়ে ১০ জনকে বুধবার ব্যাংকের প্রধান কর্পোরেট শাখায় এক অনুষ্ঠানে বৃত্তির চেক দেয়া হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাকি ৫০৫ শিক্ষার্থীর বৃত্তির টাকা দ্রুত তাদের ব্যাংক হিসাবে পাঠিয়ে দেয়া হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এসএসসি পর্যায়ে ১৫০ ছাত্র ও ১৬৫ ছাত্রী, এইচএসসি পর্যায়ে ১২০ ছাত্র ও ৮০ ছাত্রীকে এককালীন ২৭ হাজার ৫০০ টাকা বৃত্তি দেয়া হবে।
ডিগ্রী পর্যায়ে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদেরকে ৩টি কিস্তিতে ১৫ হাজার ৮৭৫ টাকা করে মোট ৪৭ হাজার ৬২৫ টাকা এবং স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের ৪ কিস্তিতে মোট ৬৩ হাজার ৫০০ টাকা দেয়া হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৯ সালে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় পাশ করা বৃত্তিপ্রাপ্তদের মোট ২ কোটি ১৩ লাখ ৬২ হাজার টাকা বৃত্তি দেয়া হচ্ছে।
বৃত্তিপ্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মো. সানাউল্লাহ সাহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. তৌহিদুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম শহীদুল ইসলাম।