বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

গ্ল্যাক্সো নয় ইউনিলিভার

  •    
  • ২৫ নভেম্বর, ২০২০ ২০:০৭

পুঁজিবাজারে গ্ল্যাক্সোস্মিথক্লাইন বাংলাদেশে-জিএসকের শেয়ার বৃহস্পতিবার থেকে লেনদেন হবে ইউনিলিভারের নামে। ডিএসইতে যার ট্রেডিং কোড ইউনিলিভারসিএল।

দেশের পুঁজিবাজার থেকে চিরতরে মুছে যাচ্ছে বহুজাতিক কোম্পানি গ্ল্যাক্সোস্মিথক্লাইন বাংলাদেশে-জিএসকের নাম। কোম্পানিটির শেয়ার এখন থেকে লেনদেন হবে ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেডের নামে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ-ডিএসইতে যার ট্রেডিং কোড বা সংক্ষিপ্ত নাম ঠিক করা হয়েছে ইউনিলিভারসিএল। এ নামেই লেনদেন হবে আগামী বৃহস্পতিবার থেকে। এছাড়া ওষুধ খাত থেকে কোম্পানিটিকে স্থানান্তর করা হয়েছে খাদ্য ও খাদ্যসামগ্রী খাতে। 

বুধবার এসব পরিবর্তন অনুমোদন দেয় ডিএসইর পরিচালনা পর্ষদ। এর মাধ্যমে বিশ্বখ্যাত কুনজ্যুমার ব্র্যান্ড ইউনিলিভারের নাম যুক্ত হলো দেশের পুঁজিবাজারের সঙ্গে।

গত জুনে  গ্ল্যাক্সোস্মিথক্লাইন বাংলাদেশের ৮১ দশমিক ৯৮ শতাংশ শেয়ার কিনে নেয়ার ঘোষণা দেয় ইউনিলিভার। জিএসকের ৯৮ লাখ ৭৫ হাজার শেয়ার এখন কোম্পানিটির মালিকানায়।

২০১৮ সালের ৩ ডিসেম্বর ইউনিলিভারের মূল কোম্পানি ইউনিলিভার এনভি জিএসকের শেয়ার কেনার ঘোষণা দেয়। তবে চলতি বছরের ২২ মার্চ এ সিদ্ধান্ত পরিবর্তন করে ইউনিলিভারের মূল কোম্পানির বদলে সহায়ক প্রতিষ্ঠান ইউনিলিভার ওভারসিজ হোল্ডিংস বিভির কাছে, সব শেয়ার বিক্রির সিদ্ধান্ত নেয় জেএসকে বাংলাদেশের উদ্যোক্তা সেটফার্স্ট।

সিটি ব্রোকারেজ হাউসের মাধ্যমে সেই লেনদেন হয় গত জুনে। সেই সময় জিএসকে জানায়, বহুজাতিক কোম্পানিরটি মূল উদ্যোক্তাদের সিদ্ধান্তেই সব নিয়মনীতি মেনে শেয়ারের হাতবদল সম্পন্ন হয়েছে।

তবে এ লেনদেন নিয়ে সম্প্রতি প্রশ্ন তুলেছে খোদ পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন-বিএসইসি। সংস্থাটির মতে, যথা সময়ে যথেষ্ট তথ্য দেয়নি কোম্পানিটি। এ বিষয়ে ব্যাখ্যা জানতে গত ১১ নভেম্বর তাদের চিঠিও দেয় বিএসইসি।  

ব্রিটিশ ফার্মাসিউটিক্যাল জায়ান্ট গ্ল্যাক্সোস্মিথক্লাইন পিএলসির একটি সহায়ক সংস্থা জিএসকে বাংলাদেশ ডিএসইতে তালিকাভুক্ত হয় ১৯৭৬ সালে। এই নামে শেষ দিনে কোম্পানিটির শেয়ার লেনদেনহয় দুই হাজার ৪৬ টাকা ৩০ পয়সায়।

এ বিভাগের আরো খবর