বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পুঁজিবাজারে ফের মিউচুয়াল ফান্ডের দাপট

  •    
  • ২৩ নভেম্বর, ২০২০ ২১:১১

বাজার বিশ্লেষকেরা বলছেন, মিউচুয়াল ফান্ডে বিনিয়োগে মার্জিন ঋণ সুবিধা দেয়া যাবে কি যাবে না– এ নিয়ে সম্প্রতি যে বিভ্রান্তি তৈরি হয়, তাতেই নেতিবাচক প্রভাব পড়ে এ খাতে। বিষয়টি নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে স্পষ্ট করার পর আবারও গতি ফিরেছে মিউচুয়াল ফান্ডের লেনদেনে।

আবারও মিউচুয়াল ফান্ডের দাপট দেখল দেশের পুঁজিবাজার। গত কয়েক দিনের টানা দরপতনের বিপরীতে সোমবার দুই স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত বেশিরভাগ মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম বেড়েছে। পাঁচটি ফান্ড উঠে এসেছে লেনদেনের শীর্ষে থাকা ২০ প্রতিষ্ঠানের তালিকায়।

বাজার বিশ্লেষকেরা বলছেন, মিউচুয়াল ফান্ডে বিনিয়োগে মার্জিন ঋণ সুবিধা দেয়া যাবে কি যাবে না– এ নিয়ে সম্প্রতি যে বিভ্রান্তি তৈরি হয়, তাতেই নেতিবাচক প্রভাব পড়ে এ খাতে। বিষয়টি নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে স্পষ্ট করার পর আবারও গতি ফেরে মিউচুয়াল ফান্ডের লেনদেনে।

সোমবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন-বিএসইসি মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেনে মার্জিন সুবিধা নিয়ে একটি স্পষ্টিকরণ ব্যাখ্যা দেয়।

এতে বলা হয়, আগে তালিকাভুক্ত সব মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেনে মার্জিন ঋণ দেয়ার সুযোগ ছিল। কিন্তু ২০০৯ সালের ২৬ অক্টোবর সেই সুবিধা বন্ধ করে দেয়া হয়। ২০১০ সালের ৩০ ডিসেম্বর আবার তা চালু হয়, যা এখনও চালু রয়েছে।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র রেজাউল করিম জানান, ‘মিউচুয়াল ফান্ডের লেনদেনে মার্জিন ঋণ সুবিধা দিতে আইনগত কোনো বাধা নেই। ঋণ সুবিধার যোগ্য হলে ব্রোকারেজ হাউজ ও মার্চেন্ট ব্যাংকগুলো মিউচুয়াল ফান্ডের বিপরীতে ঋণ দিতে পারবে।’  

গ্রাহকের বিনিয়োগ করা অর্থ বা শেয়ারের বিপরীতে নতুন শেয়ার বা মিউচুয়াল ফান্ড কিনতে ব্রোকারেজ হাউজ বা মার্চেন্ট ব্যাংকগুলো যে ঋণ সুবিধা দেয়, তাকেই মার্জিন ঋণ বলে।

বর্তমানে ব্রোকারেজ হাউজ ও মার্চেন্ট ব্যাংকগুলো ১ অনুপাত শূন্য দশমিক ৫ হারে ঋণ দিয়ে থাকে। অর্থাৎ কোনো গ্রাহকের এক লাখ টাকা বিনিয়োগ থাকলে তিনি ৫০ হাজার টাকা ঋণ পাওয়ার যোগ্য হবেন।

তবে গত সেপ্টেম্বরে এ নিয়ে নতুন নির্দেশনা দেয় বিএসইসি। এতে বলা হয়, স্টক এক্সচেঞ্জে মূল্যসূচক ৪ হাজার ১ থেকে ৭ হাজার পয়েন্টের মধ্যে থাকলে বিনিয়োগের ৫০ শতাংশ ঋণ দেয়া যাবে। আর সূচক এর উপরে উঠলে মার্জিন ঋণ দেয়া যাবে সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত, যা আগামী ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।

কিন্তু মিউচুয়াল ফান্ড ঋণ সুবিধার বাইরে– গত সপ্তাহের মাঝামাঝি এমন খবর ছড়িয়ে পড়লে ক্রেতাশূন্য হয়ে পড়ে অনেক ফান্ড। গত মঙ্গলবার একটি বাদে ৩৭টি মিউচুয়াল ফান্ডের সবগুলোরই দাম কমে। দরপতনের গড় হার ছিল সাত শতাংশের মতো। পতনের এ ধারা অব্যাহত ছিল চলতি সপ্তাহের প্রথম কর্মদিবস পর্যন্ত।

তবে সোমবার বিভ্রান্তি কেটে যাওয়ায় ৩৪টি মিউচুয়াল ফান্ডের দাম বেড়েছে। আর অপরিবর্তীত ছিল তিনটির দাম।

তবে এদিন দুই স্টক এক্সচেঞ্জে বেশিরভাগ শেয়ারের দামই কমেছে। ফলে কমেছে সূচকও। ঢাকা স্টক এক্সচেঞ্জ-ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১২৪টির, কমেছে ১৩৪টির আর অপরিবর্তীত ছিল ৮৬টির।

অবশ্য সূচক কমলেও আগের দিনের চেয়ে লেনদেন ১২৬ কোটি টাকা বেড়ে হয়েছে ৬২১ কোটি টাকা।

এ বিভাগের আরো খবর