বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ক্ষুদ্রশিল্পে ঋণের সুদ ৯ থেকে ৬

  •    
  • ২৩ নভেম্বর, ২০২০ ১৮:১৯

সোমবার বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারে অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই) উদ্যোক্তাদের জন্য পুনঃঅর্থায়ন ঋণের সুদ হার কমানোর ঘোষণা দেয়া হয়।

করোনাভাইরাসের প্রভাব মোকাবিলায় কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই) উদ্যোক্তাদের জন্য পুনঃঅর্থায়ন ঋণের সুদ কমালো বাংলাদেশ ব্যাংক।  

আগে এই ঋণের সুদ ছিল ৯ শতাংশ। এখন দিতে হবে ৬ শতাংশ। সোমবার বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারে সুদ হার কমানোর ঘোষণা দেয়া হয়।

করোনা মহামারির ক্ষতি থেকে সিএমএসএমই খাত বাঁচাতে সরকারেরও একটি প্রণোদনা প্যাকেজ রয়েছে, গ্রাহক পর্যায়ে যার ঋণের সুদ চার শতাংশ।

বাংলাদেশ ব্যাংক জানায়, এ খাতকে আরও বাড়তি সুবিধা দিতে পুনঃঅর্থায়ন সুদের হারও কমানো হলো।

২০১৭ সালের ১৫ নভেম্বর থেকে বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রাম বিভাগ এ ঋণ দিয়ে আসছে।

দ্বিতীয় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা উন্নয়ন প্রকল্প এসএমইডিপি-২ এর আওতায় পুনঃঅর্থায়ন করে বাংলাদেশ সরকার এবং এশীয় উন্নয়ন ব্যাংক-এডিবি।

বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়, ১৮ নভেম্বর ২০২০ থেকে এ প্রকল্পের আওতায় সব ধরনের ঋণের ক্ষেত্রে গ্রাহক পর্যায়ে সুদ হার হবে ছয় শতাংশ। আর ব্যাংক পর্যায়ে হবে ২ শতাংশ।

পুনঃঅর্থায়ন তহবিলটি ঢাকা ও চট্টগ্রাম মহানগর এলাকার বাইরে সুবিধাবঞ্চিত সিএমএসএমই উদ্যোক্তাদের কম সুদ ও সহজ শর্তে ঋণ দেয়ার লক্ষ্যে গঠন করা হয়।

গত অক্টোবর পর্যন্ত তহবিলটি থেকে প্রায় তিন হাজার এসএমই প্রতিষ্ঠানে দেয়া হয় প্রায় এক হাজার কোটি টাকার ঋণ।

এখন পর্যন্ত ৩৩টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এ তহবিলের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও এসএমইডিপি-২ প্রকল্পের প্রকল্প পরিচালক এ কে এম ফজলূর রহমান নিউজবাংলাকে বলেন, ‘এ তহবিল থেকে পুনঃঅর্থায়নের ক্ষেত্রে নারী উদ্যোক্তা ও উৎপাদন খাতকে প্রাধান্য দেয়া হয়। এ খাতে আরও প্রায় ১ হাজার কোটি টাকা ঋণ দেয়ার সুযোগ রয়েছে।’

এর আগে বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রাম বিভাগ করোনায় ক্ষতিগ্রস্ত সিএমএসএমই খাতকে পুনরুদ্ধারের কাজ আরও গতিশীল করার উদ্যোগ নেয়।

এর অংশ হিসেবে তিনটি প্রকল্পে সুদ হার ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠান পর্যায়ে পাঁচ শতাংশ থেকে কমিয়ে ৩ শতাংশ করা হয়। গ্রাহক পর্যায়ে নির্ধারণ করা হয় সাত শতাংশ।

এ বিভাগের আরো খবর