করোনাভাইরাস মহামারি থেকে মানুষের জীবন রক্ষায় এবং সবার জন্য টিকা নিশ্চিতে চেষ্টার কমতি না রাখতে জি-২০ সম্মেলনে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন বিশ্বের প্রভাবশালী দেশগুলোর নেতারা।
সৌদি আরব আয়োজিত বিশ্বের শীর্ষ ২০ অর্থনীতির দুই দিনের সম্মেলনের পর্দা নামে রোববার। এবারের ভার্চুয়াল সম্মেলনে ঘুরেফিরেই আসে চলমান করোনা সংকট ও ভেঙেপড়া বৈশ্বিক অর্থনীতি মেরামত নিয়ে আলোচনা।
ভাইরাসের হানায় কঠিন সংকটের মুখে গোটা বিশ্ব। ছোঁয়াচে এই ভাইরাসের এরই মধ্যে মৃত্যু হয়েছে ১৩ লাখ ১৯ হাজার মানুষের। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে জি ২০ জোটভুক্ত সাতটি দেশে।
করোনা মহামারিতে বিশ্বজুড়ে চাকরিহারা হতে পারে কয়েক কোটি মানুষ। চরম দারিদ্র্য নেমে আসতে পারে লাখ লাখ মানুষের ওপর।
জি ২০ সম্মেলনের চূড়ান্ত বিবৃতিতে বলা হয়, ‘এই ভাইরাস কোনো সঙ্কটের বিরুদ্ধে প্রস্তুতি ও সাড়া দেয়ার দুর্বলতা উন্মোচন করে দিয়েছে এবং আমাদের সাধারণ চ্যালেঞ্জগুলো দেখিয়ে দিয়েছে।’
এ ছাড়া পরিবেশ রক্ষার চেষ্টা ও বৈশ্বিক অর্থনীতি পুনরুদ্ধারে সম্মেলনে জোর দেয়া হয় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। জোটভুক্ত দেশের নেতারা প্রতিশ্রুতি দিয়ে বলেন, মানুষের জীবন রক্ষায় সব চেষ্টা করা হবে।
চলমান সঙ্কটের লাগাম টানতে করোনার ভ্যাকসিন, ওষুধ ও টেস্ট সংক্রান্ত সামগ্রী সহজলভ্য করতে এবং পৃথিবীর সব প্রান্তে পৌঁছানোর ওপর জোর দেন যুক্তরাষ্ট্র, ভারত, চীন, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, জাপানসহ জোটের নেতৃবৃন্দ।
‘এসব সব মানুষের জন্য সাশ্রয়ী ও সহজলভ্য করতে আমাদের চেষ্টার কোনো কমতি থাকবে না।’
ধনী-গরীব সব দেশের মানুষের জন্য টিকা নিশ্চিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নেয়া কোভাক্স উদ্যোগেও সমর্থন জানান জি ২০ জোটের নেতারা। যদিও এ উদ্যোগে যুক্তরাষ্ট্র এখনও যোগ দেয়নি।