বাংলাদেশ হাই-টেক পার্কের ওয়ান স্টপ সার্ভিস-ওএসএস পোর্টালে যুক্ত হলো দেশের আমদানি ও রফতানি প্রধান নিয়ন্ত্রকের দফতর-সিসিআইই।
২০১৮ সালে ওএসএস পোর্টালে যাত্রা শুরুর পর দীর্ঘ এই সময়ে নতুন নতুন সেবা যুক্ত হয়েছে। যার আওতাভূক্ত হচ্ছে বাণিজ্য ও বিনিয়োগ সেবাধর্মী অনেক প্রতিষ্ঠান। এরই ধারাবহিকতায় পোর্টালটিতে যুক্ত হলো সিসিআইই।
রোববার হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে সমঝোতা চুক্তি সই হয় সিসিআইইর। বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম এবং আমদানি ও রফতানি প্রধান নিয়ন্ত্রকের দফতরের প্রধান প্রাণেশ রঞ্জন সূত্রধর সমঝোতা স্মারকে সই করেন।
অনুষ্ঠানে জানানো হয়, ওএসএস পোর্টালে যুক্ত হওয়ায়, এখন থেকে অনলাইন লাইসেন্সিং মডিউল সিস্টেমের সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে পারবে সিসিআইই। ফলে ওএসএস পোর্টালের মাধ্যমেই সিসিআইইএর সেবা পাবেন বিনিয়োগকারীরা।
হোসনে আরা বেগম বলেন, ‘এ ধরনের প্রচেষ্টার মাধ্যমে ব্যবসা সহজ করার সূচকে আরও উন্নতি করতে পারবে বাংলাদেশ।‘
হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে মোট ১৪৮টি সেবা দেয়া হচ্ছে। এরমধ্যে ২০টি সেবা দেয়া হচ্ছে অনলাইনে (https://ossbhtpa.gov.bd/) পোর্টালের মাধ্যমে।