যুক্তরাষ্ট্রভিত্তিক ওষুধ উৎপাদন প্রতিষ্ঠান মডার্না সম্প্রতি করোনাভাইরাস প্রতিরোধে প্রায় ৯৫ শতাংশ কার্যকর একটি টিকার ঘোষণা দেয়ার পর ঘুরেফিরেই আসছিল প্রশ্নটি। কত হতে পারে এই টিকার দাম?
দামের ব্যাপারে একটি ধারণা দিয়েছেন মডার্নার প্রধান নির্বাহী স্টিফেন ব্যানসিল। জার্মানির একটি সংবামাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে জানান, প্রতি ডোজ টিকার জন্য তারা সরকারগুলোর কাছ থেকে মূল্য নেবে ২৫ থেকে ৩৭ ডলার। বাংলাদেশি টাকায় ২ হাজার ১০০ থেকে ৩ হাজার ১০৮।
টিকার মূল্য অর্ডারের পরিমাণের ওপরও নির্ভর করবে বলেও জানান মর্ডানার সিইও। তার দাবি, তাদের উদ্ভাবিত করোনা টিকার দাম ফ্লু জনিত অন্যান্য রোগের টিকার দামের সঙ্গে সঙ্গতিপূর্ণ।
স্টিফেন ব্যানসিল বলেন, ‘আমাদের টিকার খরচ পড়বে ১০ থেকে ৫০ ডলার দামের ফ্লুয়ের টিকার মতোই।’
গত সোমবার বার্তা সংস্থা রয়টার্সকে সংশ্লিষ্ট এক ইইউ কর্মকর্তা জানান, ২৫ ডলারের কম দামে লাখ লাখ ডোজ টিকা পেতে মডার্নার সঙ্গে চুক্তিতে পৌঁছাতে আগ্রহী ইউরোপিয়ান কমিশন।
বিষয়টি নিয়ে ব্যানসিল বলেন, ‘কোনো কিছুই স্বাক্ষরিত হয়নি। তবে ইউ কমিশনের সঙ্গে আমরা একটি চুক্তির খুব কাছাকাছিতে রয়েছি। আমরা ইউরোপে টিকা পাঠাতে চাই এবং বিষয়টি গঠনমূলক আলোচনার পর্যায়ে রয়েছে।’
গত ১৬ নভেম্বর মডার্না এক ঘোষণায় জানায়, তৃতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়ালের প্রাথমিক তথ্য উপাত্তে দেখা গেছে, তাদের টিকা করোনা রোধে ৯৪.৫ শতাংশ কার্যকর। চার সপ্তাহের ব্যবধানে দুই ডোজ নিতে হয় এই টিকা।
এর আগে ৯ নভেম্বর যুক্তরাষ্ট্রের আরেক ওষুধ উৎপাদক প্রতিষ্ঠান ফাইজার জানায়, জার্মান প্রতিষ্ঠান বায়ো-এনটেকের সঙ্গে যৌথ চেষ্টায় তাদের উদ্ভাবিত টিকা করোনা রোধে ৯০ শতাংশের বেশি কার্যকর।
১৮ নভেম্বর ট্রায়ালের চূড়ান্ত বিশ্লেষণের তথ্য জানায় ফাইজার। তাতে বলা হয়, টিকাটি হালকা ও গুরুতর পর্যায়ের সংক্রমণ রোধে ৯৫ শতাংশ কার্যকর। কোনো পার্শ্ব প্রতিক্রিয়াও তৈরি করে না।