কানাডার সঙ্গে নতুন বাণিজ্য চুক্তি করতে যাচ্ছে যুক্তরাজ্য। ইউরোপিয়ান ইউনিয়নে থাকার সময় ব্রিটেনের সঙ্গে উত্তর আমেরিকার দেশটির যে চুক্তি ছিল নতুনটি সেটার স্থলাভিষিক্ত হবে।
ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন একটি বাণিজ্য চুক্তিতে স্বাক্ষর করার দ্বারপ্রান্তে অবস্থান করছে যুক্তরাজ্য ও কানাডা।
চুক্তিটি স্বাক্ষরিত হলে তা যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনজনের জন্য ইতিবাচক হয়ে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইইউ থেকে বেরিয়ে বিশ্ব বাণিজ্যে দেশগুলোর সঙ্গে নতুন একটি সম্পর্ক গড়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যক্তি জানান, দিন কয়েকের মধ্যেই আসতে পারে যুক্তরাজ্য-কানাডার নতুন বাণিজ্য চুক্তির ঘোষণা।
নতুন বাণিজ্য চুক্তি ছাড়া এক জানুয়ারিতে ‘ব্রেক্সিট ট্রানজিশন’ সময় শেষ হলে পারস্পরিক ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে করের মুখোমুখি হতে পারে যুক্তরাজ্য-কানাডা। কেননা তখন যুক্তরাজ্যের ক্ষেত্রে ইইউ-কানাডা মধ্যকার ২০১৭ সালে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তি ‘সিইটিএ’ কাযকরী থাকবে না।
যুক্তরাজ্য ও কানাডা মধ্যকার বাণিজ্যিক লেনদেন বিশাল অঙ্কের। ২০১৯ সালে দেশ দুটির মধ্যে ২৩ বিলিয়ন ডলারের বাণিজ্য হয়।
কানাডার সঙ্গে নতুন বাণিজ্য চুক্তি করা নিয়ে যুক্তরাজ্যের ইন্টারন্যাশনাল ট্রেড বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, এ বিষয়ে উচ্চ পর্যায়ে আলোচনা চলছে এবং বিষয়টি ভালোভাবে এগুচ্ছে।
‘ব্রেক্সিট ট্রানজিশন শেষ হওয়ার আগেই কানাডার সঙ্গে একটি বাণিজ্য চুক্তি অব্যাহত রাখার নিশ্চিতে যুক্তরাজ্য প্রতিশ্রুতিবদ্ধ।’