বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিএনও লুব্রিকেন্টের আইপিও অনুমোদন

  • হাসান ইমাম রুবেল, ঢাকা   
  • ১৮ নভেম্বর, ২০২০ ১৯:৪৭

লুব-রেফ শেয়ারবাজার থেকে মোট ১৫০ কোটি টাকা তুলবে। এ জন্য বুক বিল্ডিং পদ্ধতিতে শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়। এ পদ্ধতিতে প্রতিটি শেয়ারের দর ঠিক হয় ৩০ টাকা। তবে নিয়মানুযায়ী সাধারণ বিনিয়োগকারীরা পাবেন ১০ শতাংশ কম দামে, অর্থাৎ ২৭ টাকায়।

পুঁজিবাজার শেয়ার ছেড়ে মূলধন সংগ্রহের অনুমোদন পেল, জ্বালানি খাতের কোম্পানি লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেড। কোম্পানিটি বিএনও ব্র্যান্ডের লুব্রিকেন্ট অয়েল উৎপাদন ও বিপনন করে।

বুধবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন-বিএসইসি কোম্পানিটিকে প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর জন্য প্রসপেক্টাস ছাপার অনুমোদন দেয়।

লুব-রেফ শেয়ারবাজার থেকে মোট ১৫০ কোটি টাকা তুলবে। এ জন্য বুক বিল্ডিং পদ্ধতিতে শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়। এ পদ্ধতিতে প্রতিটি শেয়ারের দর ঠিক হয় ৩০ টাকা। তবে নিয়মানুযায়ী সাধারণ বিনিয়োগকারীরা পাবেন ১০ শতাংশ কম দামে, অর্থাৎ ২৭ টাকায়।

বুক বিল্ডিং পদ্ধতিতে মূলত নিলামের মাধ্যমে শেয়ারের দাম নির্ধারণ হয়ে থাকে। আর এ প্রক্রিয়ায় অংশ নিয়ে থাকে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা। গত ১২ অক্টোবর লুব-রেফের প্রান্ত মূল্য বা কাট-অফ প্রাইস নির্ধারণের নিলাম শুরু হয়। চলে ১৫ অক্টোবর বিকাল ৫টা পর্যন্ত।

নিলামে সর্বোচ্চ ৬০ টাকা আর সর্বনিম্ন ১৩ টাকা দর প্রস্তাব করেন অংশগ্রহণকারীরা। সবচেয়ে বেশি ১৪ জন ৫৫ ও ২৫ টাকা করে দর প্রস্তাব করেন। ২৭ টাকা প্রস্তাব করেন ১৩ জন। তাদের প্রস্তাবিত দরের ভারিত গড়ের ভিত্তিতে নির্ধারণ করা হয় কাট অব প্রাইস।

পাবলিক ইস্যু রুলস অনুযায়ী, নিলামে নির্ধারিত কাট অব প্রাইসের চেয়ে বেশি দর প্রস্তাবকারীদের, তাদের প্রস্তাবিত দামেই শেয়ার কিনতে হবে। এক্ষেত্রে সর্বোচ্চ দর প্রস্তাবকারী এশিয়া ইন্স্যুরেন্সকে গুণতে হবে বেশি দাম।

কোম্পানিটির নিলামে অংশ নেয়া যোগ্য বিনিয়োগকারীরাদের মাঝে ২ কোটি ২৬ লাখ ২১ হাজার ৫৪৪টি শেয়ার ইস্যু করা হবে। এর মাধ্যমে তোলা হবে ৮৮ কোটি ৯২ লাখ ১৬ হাজার ৮০০ টাকা। সেই হিসেবে তাদের শেয়ারের গড় দাম পড়বে ৩৯ টাকা ৩০ পয়সা।

আইপিওর জন্য বরাদ্দ থাকছে ২ কোটি ২৬ লাখ ২১ হাজার ৫৪৪টি শেয়ার। বিপরীতে সংগ্রহ করা হবে ৬১ কোটি ৭ লাখ ৮৩ হাজার ২০০ টাকা।

সব মিলিয়ে ৪ কোটি ৫২ লাখ ৪৩ হাজার ১৪৪টি শেয়ার ছাড়বে লুব রেফ।

এদিকে, যারা ৫০ টাকার বেশি দর প্রস্তাব করেছে, তারা তা নিমানুযায়ী করেছে কিনা, সে বিষয়ে ব্যাখ্যা তলব করবে বিএসইসি।

বর্তমানে দেশের দুই স্টক এক্সচেঞ্জে রাষ্ট্রায়ত্ত ৬টিসহ মোট ২০টি কোম্পানি তালিকাভুক্ত।

এ বিভাগের আরো খবর