গ্রামীণ সড়কসহ অবকাঠামো উন্নয়নে একটি মাস্টারপ্ল্যান (মহাপরিকল্পনা) তৈরির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার একনেক সভায় সংশ্লিষ্টদের এ নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, কোন অঞ্চলে কত কিলোমিটার রাস্তা করা হবে, কীভাবে এর উন্নয়ন করা হবে এবং এতে গ্রামীণ জীবনযাত্রায় কী ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে, এসব বিষয় বিস্তারিত উল্লেখ থাকতে হবে এ পরিকল্পনায়।
উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে গুণগত মান নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করে প্রধানমন্ত্রী আরও বলেন, সার্বক্ষণিক নজরদারি করতে হবে। এ জন্য নিবিড় তদারকির নির্দেশ দেন তিনি।
গণভবন থেকে সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী। সভা শেষে এনইসি সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর এ নির্দেশনার কথা জানান পরিকল্পনা বিভাগের জ্যেষ্ঠ সচিব আসাদুল ইসলাম।
সচিব এ সময় জানান, গ্রামীণ অবকাঠামো খাতের উন্নয়নে গুরুত্ব আরোপ করে প্রধানমন্ত্রী বলেছেন, বর্তমান সরকার অনেক কাজ করেছে গ্রামীণ রাস্তাঘাট নির্মাণে। এসব কাজ সত্যিকার হচ্ছে কি না, মানসম্মত কি না, ভালো করে পরখ করতে হবে। কাজের মান নিশ্চিত করতে হবে। এমনভাবে রাস্তা করতে হবে, যেন পানি না জমে। কারণ রাস্তায় পানি জমলে সেটা নষ্ট হয়ে যায়।
স্থানীয় সরকার বিভাগের নেতৃত্বে গ্রামীণ রাস্তা ও অবকাঠামো নিয়ে মাস্টারপ্ল্যান তৈরির নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, সড়ক, ত্রাণসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো এ কাজে অংশ নেবে।
প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে সচিব বলেন, ঘূর্ণিঝড় আম্ফানে সংশ্লিষ্ট অঞ্চলে রাস্তাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। অতি দ্রুত এগুলো সারতে হবে। অন্যান্য মন্ত্রণালয় যারা রাস্তা করে বা এর সঙ্গে সম্পৃক্ত, তাদের সঙ্গে সমন্বয় করে কাজটা করতে হবে, যাতে কোনো ওভারল্যাপিং না হয়। আগামী বর্ষা আসার আগেই এসব কাজ সম্পাদন করতে হবে।
নদী ভাঙনের বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরে পরিকল্পনা বিভাগের সচিব বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, নদী রক্ষায় মূল কৌশল হবে একটা চ্যানেলে সবসময় প্রবাহ রাখা। প্রয়োজনে ক্যাপিটাল ড্রেজিং করে নিয়মিত রক্ষণাবেক্ষণ ড্রেজিং রাখতে হবে।
‘নদীর প্রবাহ ঠিক রাখলে ভাঙন থেকে আমরা অনেকাংশে রক্ষা পাব। এ জন্য কোনো ডুবোচর বা কোনো চর যদি থাকে, সেগুলো চিহ্নিত করে সরিয়ে ফেলার কথা জানান প্রধানমন্ত্রী।’
সাংবাদিকদের প্রশ্নের জবাবে সচিব জানান, প্রধানমন্ত্রী বলেছেন, বন্যা বা নদীর প্লাবন পলি বয়ে নিয়ে আসে। এই পলি পড়া যেন বন্ধ না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।