দেশের প্রধান পুঁজিবাজারে লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টায় বেড়েছে বেশিরভাগ শেয়ারের দাম।
মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৩৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে।
এর মধ্যে দর বেড়েছে ১৫৮টির, কমেছে ৮২টির; অপরিবর্তিত রয়েছে ৯৭টির।
এ সময়ে ১৫ কোটি ৪২ লাখ ৬২ হাজার ৩১৭টি শেয়ার লেনদেন হয়।
এসব লেনদেনের আর্থিক পরিমাণ ৩১৭ কোটি ১৩ লাখ ৬২ হাজার টাকা।
আগের দিন দিনভর লেনদেন ছিল ৭৯০ কোটি ১৫ লাখ ৮৮ হাজার টাকার।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইএক্স সূচক ১০ দশমিক ২৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৮৮১ পয়েন্টে।
অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক আগের দিনের তুলনায় ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১২৩ পয়েন্টে।
ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে বেলা সাড়ে ১১টায় ১ হাজার ৬৯৯ পয়েন্টে ছিল। কিন্তু দুপুর ১২টায় ৩ পয়েন্ট কমে ১ হাজার ৬৯৬ পয়েন্টে অবস্থান নেয়।
তবে উত্থান-পতনের মিশ্রধারায় চলছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেন। ২০৪টি কোম্পানির লেনদেনে দাম বেড়েছে ৭৭টির, কমেছে ৭৮টির; অপরিবর্তিত ৪৯টির।
এসব শেয়ারের বিপরীতে লেনদেনের পরিমাণ ৮ কোটি ২৫ লাখ ৪৬ হাজার ৯৪০ টাকা।