সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে প্রধান প্রধান বিদেশি মুদ্রার দামে আগের দিনের তুলনায় কিছুটা তারতম্য দেখা গেছে। ইউএস ডলার ও সিঙ্গাপুর ডলারের মূল্য কিছুটা বাড়তির দিকে।
সোমবার দাম কমেছে যুক্তরাজ্যের পাউন্ড, ইউরোপের একক মুদ্রা ইউরো ও সৌদি রিয়েলের। তবে মালয়েশিয়ান রিঙ্গিত ও কুয়েতি দিনার স্থিতিশীল অবস্থায় রয়েছে।
দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোতে গড়ে প্রতি ডলার কেনাবেচা হয়েছে যথাক্রমে ৮৪ টাকা থেকে ৮৫ টাকা ৩০ পয়সায়।
যুক্তরাজ্যের পাউন্ড কেনা হয়েছে ১০৯ টাকা ৩৯ পয়সায়; বিক্রি হয় ১১৪ টাকা ৫২ পয়সায়।
ইউরো কেনা হয়েছে ৯৭.৮৬ টাকায়। ব্যাংকগুলো বিক্রি করেছে প্রায় ১০৩ টাকায়।
সৌদি রিয়েল কেনাবেচা হয়েছে যথাক্রমে ২১ টাকা ৬৫ পয়সা ও ২৩ টাকায়।
মালয়েশিয়ার রিঙ্গিতের ক্রয়মূল্য ১৭ টাকা ৯০ পয়সা; বিক্রয়মূল্য ২১ টাকা ৭৪ পয়সা।
কুয়েতি দিনার কেনা হয়েছে ২৬০ টাকা ৫৫ পয়সায়। আর ব্যাংকগুলো বিক্রি করেছে ২৮১ টাকা ৩৫ পয়সায়।
সিঙ্গাপুর ডলারের দর আগের দিনের তুলনায় সামান্য বেড়েছে। সোমবার এক সিঙ্গাপুর ডলার কেনা হয় ৬১ টাকায়। আর বিক্রি হয় ৬২ টাকা ৯১ পয়সায়।