বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ব্যাংকের পর্ষদ সভায় বহিরাগতদের প্রবেশে ফের নিষেধাজ্ঞা

  •    
  • ১২ নভেম্বর, ২০২০ ২১:১৮

সার্কুলারে বলা হয়েছে, নির্দেশনা লংঘন করে সম্প্রতি কয়েকটি ব্যাংকের পরিচালনা পর্ষদ ও পর্ষদের সহায়ক কমিটির সভায় বহিরাগত ব্যক্তি, ব্যাংকের কর্মকর্তা এবং শেয়ারহোল্ডাররা অংশ নিচ্ছেন বলে জানা গেছে।

পর্ষদ ও পর্ষদের সহায়ক কমিটির সভায় বহিরাগতদের প্রবেশ বন্ধের নির্দেশনা মানছে না কোনো কোনো ব্যাংক। ফলে সভায় আলোচিত গোপনীয় তথ্য ফাঁস হওয়ার আশঙ্কা করে এ ধরনের অনুপ্রবেশ বন্ধে আবারও নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বৃহষ্পতিবার এক সার্কুলারে কেন্দ্রীয় ব্যাংক জানায়, কোনো অবস্থায় পর্ষদ সভায় পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিব ছাড়া অন্য কোনো বহিরতাগত ব্যক্তি উপস্থিত থাকতে পারবে না।

ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, কোনো কোনো পরিচালক পছন্দের এজেন্ডা বা ঋণ অনুমোদন করার জন্য অন্যান্য পরিচালকদের চাপ দিতে পর্ষদ সভায় বহিরাগতদের ঢুকতে দিচ্ছেন। অনেক ক্ষেত্রে ব্যাংকের কর্মকর্তা উপস্থিত হয়ে পরিচালক বা শেয়ারহোল্ডারের পছন্দের এজেন্ডার পক্ষে বিভিন্ন যুক্তি উপস্থাপন করছেন।

এর আগে এমন ঘটনার প্রেক্ষিতে ২০১৩ সালের ডিসেম্বরে পর্ষদ সভায় বিহরাগতদের প্রবেশ নিষিদ্ধ করে এক সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংক। ওই সার্কুলারের নির্দেশনা মনে করিয়ে দিয়ে বৃহষ্পতিবার বাংলাদেশ ব্যাংক আবারও ব্যাংকগুলোকে একই ধরনের সার্কুলার জারি করে।

সার্কুলারে বলা হয়েছে, নির্দেশনা লংঘন করে সম্প্রতি কয়েকটি ব্যাংকের পরিচালনা পর্ষদ ও পর্ষদের সহায়ক কমিটির সভায় বহিরাগত ব্যক্তি, ব্যাংকের কর্মকর্তা এবং শেয়ারহোল্ডাররা অংশ নিচ্ছেন বলে জানা গেছে। ফলে সভায় আলোচিত গোপনীয় বিষয় প্রকাশিত হয়ে ব্যাংকের আমানতকারীরা ক্ষতির সম্মুখিন হচ্ছেন।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম নিউজবাংলাকে বলেন, নতুন করে জারি করা এই নির্দেশনা পালন নিশ্চিত করতে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে পরিচালনা পর্ষদের পরবর্তী সভায় উপস্থাপন করতে হবে।

 

এ বিভাগের আরো খবর