বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ইসলামি ব্যাংকিং বিশেষজ্ঞ আযীযুল হক আর নেই

  •    
  • ১২ নভেম্বর, ২০২০ ২১:০৫

শুক্রবার জুমার নামাজের পর কিশোরগঞ্জের তাড়াইল থানার গ্রামের বাড়ি ধলায় তাকে দাফন করা হবে বলে স্বজনরা জানিয়েছেন।

বাংলাদেশে ইসলামি ব্যাংকিং ও অর্থায়ন চর্চায় বিশেষ অবদান রাখা এম আযীযুল হক মারা গেছেন। বৃহস্পতিবার সকালে ঢাকার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ৮৬ বছর বয়সী এম আযীযুল হক বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন।

সেন্ট্রাল শরিয়াহ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অফ বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

শুক্রবার জুমার নামাজের পর কিশোরগঞ্জের তাড়াইল থানার গ্রামের বাড়ি ধলায় তাকে দাফন করা হবে বলে স্বজনরা জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আযীযুল হক ছিলেন ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের প্রথম প্রধান নির্বহী কর্মকর্তা (সিইও)। এছাড়া তিনি সোস্যাল ইসলামি ব্যাংক লিমিটেড ও ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।

তিনি সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং পূবালী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন।

এম আযীযুল হক বাংলাদেশে ইসলামি ব্যাংকিং ও ফাইন্যান্স ক্ষেত্রে অনবদ্য অবদানের স্বীকৃতিস্বরূপ ‘সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড ইসলামি ব্যাংকিং অ্যাওয়ার্ড’- ২০০৫ লাভ করেন।

তিনি খণ্ডকালীন অধ্যাপক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদে ১০ বছর শিক্ষকতা করেন। সোনালী ব্যাংক স্টাফ কলেজে দীর্ঘ ১২ বছর প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করেন এবং ইসলামী ব্যাংকিং প্রতিষ্ঠার পূর্বেই বিশাল জনবল তৈরিতে অনন্য ভূমিকা রাখেন।

সর্বশেষ তিনি সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ডের নির্বাহী কমিটির চেয়ারম্যান এবং ইসলামী ব্যাংকিং কনসালটেন্ট হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি সিটি ব্যাংক, ব্যাংক এশিয়া, ঢাকা ব্যাংক, পূবালী ব্যাংক, এবি ব্যাংক ও ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের শরীয়াহ্ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান পদে ছিলেন।

তার মৃত্যুতে সেন্ট্রাল শরীয়াহ বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ গিয়াস উদ্দীন তালুকদার, ভাইস-চেয়ারম্যান মাওলানা এম শামাউন আলী, সেক্রেটারি জেনারেল মো. আবদুল্লাহ শরীফ, ফিক্বহ্ কমিটির চেয়ারম্যান অধ্যক্ষ সাইয়্যেদ কামালুদ্দীন জাফরী ও উপদেষ্টা শাহ আব্দুল হান্নানসহ বোর্ড, নির্বাহী কমিটি ও ফিক্বহ্ কমিটির সদস্যরা গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন।

এ বিভাগের আরো খবর