বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

৩০ লাখ শ্রমিক, চার হাজার বিমান ও কার্গো

  •    
  • ১১ নভেম্বর, ২০২০ ১২:০৫

এ বছর করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কেনাকাটায় রেকর্ড হতে পারে বলে বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে।

সিঙ্গেলস ডেতে বিশ্বের বৃহত্তম অনলাইন বিক্রির প্রস্তুতি নিচ্ছে চীনের ৩০ লাখ শ্রমিক, চার হাজার বিমান ও কার্গো জাহাজ।

দেশটিতে সিঙ্গেলস ডে বা ১১ নভেম্বরে ২৪ ঘণ্টা অনলাইনে কেনাকাটার ধুম লাগে।

গত বছর এই দিনে ১৯০ কোটি পণ্য অর্ডার ও ডেলিভারি করা হয়।

তবে এ বছর করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে অনলাইন কেনাকাটায় রেকর্ড হতে পারে বলে বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে।

বিভিন্ন পণ্যের মধ্যে রোবট ক্লিনার, ভ্যাকুয়াম ও টুলবক্সের চাহিদা বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

করোনায় চীনের  লাখ লাখ নাগরিক দেশের বাইরে কেনাকাটায় যেতে না পারায় বিলাসদ্রব্য কিনতে তারা অনলাইনে ঝাঁপিয়ে পড়বেন। একে বিশেষজ্ঞরা ‘প্রতিশোধমূলক ব্যয়’ (রিভেঞ্জ স্পেনডিং) হিসেবে আখ্যা দিয়েছেন।

সাংহাইভিত্তিক ই-কমার্স পরামর্শক সংস্থা এজেন্সি চায়নার মাইকেল নরিস বলেন, ‘আমরা অনুমান করছি, করোনাসৃষ্ট বিদ্যমান আন্তর্জাতিক বিধিনিষেধের কারণে চীনের ভোক্তারা বিলাসদ্রব্য অনলাইনে কিনবেন।’

চীনে সিঙ্গেলস ডে ‘১১.১১’ বা ‘ডাবল ১১’ হিসেবেও পরিচিত। ভেলেন্টাইন দিবসের বিপরীতে অনলাইন রিটেলার আলিবাবা  সিঙ্গেলস ডের প্রবর্তন করে।

আলিবাবার প্রতিদ্বন্দ্বী জেডি ডটকম সিঙ্গেলস ডেতে একই ইভেন্ট পরিচালনা করে। তবে মালামাল বিক্রি ও রাজস্ব বিচারে আলিবাবার সিঙ্গেলস ডেতে কেনাবেচা জেডি ডটকমের চেয়ে বেশি।

বুধবার চীনে তিন লাখ ৫০ হাজারেরও বেশি স্থানীয় ও আন্তর্জাতিক ব্র্যান্ডের পণ্য কেনাবেচা হবে। এ সময় গাড়ি, বাড়িও বিক্রি হবে।

এ বিভাগের আরো খবর