অগ্রণী ব্যাংকের অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে প্রবাসী কল্যাণ ব্যাংকের ঋণের কিস্তি দিতে পারবেন গ্রাহকরা।
মঙ্গলবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ব্যাংক দুটির মধ্যে সহজে কিস্তি আদায়ের চুক্তি হয়।
চুক্তির ফলে প্রবাসী কল্যাণ ব্যাংকের গ্রাহকরা অগ্রণী ব্যাংকের অনলাইন প্ল্যাটফর্ম ‘অগ্রণী দুয়ার’ ব্যবহার করে যেকোনো জায়গা থেকে, যেকোনো সময় ঋণের কিস্তি দিতে পারবেন।
প্রবাসী কল্যাণ ব্যাংকের শাখা রয়েছে ৬৫টি। ব্যাংকটির মোট ঋণের প্রায় ৯০ শতাংশই বিদেশগামীদের দেয়া হয়। এক্ষেত্রে ঋণের কিস্তি পরিশোধ করতে অনেক দূর থেকে ব্যাংকটির শাখায় আসতে হয় ঋণগ্রহীতার স্বজনদের।
ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মাহতাব জাবিন নিউজবাংলাকে বলেন, ‘এতোদিন ব্যাংকটির ঋণ পরিশোধ করতে গিয়ে অনেক দূর থেকে শাখায় আসতেন গ্রাহকরা। এখন আমরা অগ্রণী ব্যাংকের শাখা ও এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে কিস্তি সংগ্রহ করতে পারবো।’
তিনি আরও বলেন, ‘ঋণগ্রহীতারা দেশের বাইরে থেকে কিস্তি দিতে চাইলে অগ্রণী ব্যাংকে থাকা প্রবাসী কল্যাণ ব্যাংকের নামে খোলা হিসাবে রেমিট্যান্স আকারে পাঠাতে পারবেন।’
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আহমেদ মুনিরুছ সালেহীন।
অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ব্যাংকের চেয়ারম্যান বেগম শামছুন নাহার, অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শামস-উল ইসলাম বক্তব্য রাখেন।