করোনার ক্ষতি কাটিয়ে উঠতে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ২০ হাজার কোটি টাকার প্রণোদনার অর্থ দ্রুত ছাড়ের দাবি জানিয়েছে এসএমই ফাউন্ডেশন।
মঙ্গলবার অনলাইনে মতবিনিময় সভায় ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মাসুদুর রহমান এ দাবি জানান।
দেশের তৃণমূলের ১৮টি এসএমই উদ্যোক্তার সঙ্গে আলোচনা করতে এ মতবিনিময় সভার আয়োজন করে এসএমই ফাউন্ডেশন।
তিনি বলেন, ‘যেকোনো মূল্যে এসএমই খাতকে এগিয়ে নিতে হবে। এর জন্য সবার আগে করোনার ক্ষতি কাটিয়ে ওঠা জরুরি। প্রণোদনা প্যাকেজের অর্থ যত দ্রুত ছাড় হবে, এর ক্ষত তত দ্রুত নিরাময় হবে।’
প্রণোদনার সুফল নিশ্চিত করতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এ বিষয়ে আরও কার্যকর পদক্ষেপ নেবে বলেও আশা প্রকাশ করেন ড. মাসুদুর রহমান।
করোনার প্রভাব মোকাবেলায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র, অতিক্ষুদ্র ও মাঝারি শিল্পখাত পুনরুদ্ধারে গত ৫ এপ্রিল ২০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বড় শিল্পের জন্য ঋণ বিতরণ দ্রুত ছাড় করা হলেও পিছিয়ে আছে এসএমই খাত।
পরে প্রধানমন্ত্রীর নির্দেশে এ খাতে দ্রুত অর্থছাড়ে নানা উদ্যোগ নেয় বাংলাদেশ ব্যাংক। বাণিজ্যিক ব্যাংকগুলো বলছে, এ মাসের মধ্যে সব টাকা বিতরণ করা হবে।
সভায় তৃণমূল উদ্যোক্তারা এসএমইর প্রণোদনা প্যাকেজ প্রকৃত ক্ষতিগ্রস্ত ও সব উদ্যোক্তার অর্থপ্রাপ্তি নিশ্চিত করার অনুরোধ জানান।
উদ্যোক্তারা করোনার কারণে পণ্য বিক্রি না হওয়ায় অবিক্রিত পণ্য মজুদ, পুঁজি সংকটে শ্রমিক ছাঁটাই করতে বাধ্য করা, পণ্য রফতানির ক্ষেত্রে নানা সমস্যার কথা তুলে ধরেন।
এছাড়া পণ্য উৎপাদন ও ব্যবসা পরিচালনায় উদ্যোক্তা এবং কর্মীদের দক্ষতা বাড়াতে এসএমই ফাউন্ডেশনকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।
সভায় অন্যান্যের মধ্যে এসএমই ফাউন্ডেশনের পরিচালক রাশেদুল করীম মুন্না, উপব্যবস্থাপনা পরিচালক এসএম শাহীন আনোয়ার, মহাব্যবস্থাপক ফারজানা খান প্রমূখ বক্তব্য রাখেন।