করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলা ও রোগের বিস্তার রোধে দেশের সব বাণিজ্য সংগঠন ও করপোরেট প্রতিষ্ঠানকে কর্মক্ষেত্রে মাস্ক ব্যবহারের নির্দেশনা দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
সোমবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনার কথা জানানো হয়।
মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, মাস্ক ব্যবহারের জন্য গত ১ নভেম্বর সংশ্লিষ্টদের চিঠি দেয়া হয়েছে। সোমবার থেকে তা কার্যকর করতে বলা হয়েছে।
নির্দেশনায় বলা হয়, সব বাণিজ্যিক সংগঠন ও প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী এবং এর অধীন্যস্ত সব অ্যাসোসিয়েশন, জেলা ও উপজেলা চেম্বার, যৌথ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, সমিতি, ফাউন্ডেশন, গ্রুপ ও ফোরামগুলোতে কর্মরত সদস্য ও কর্মকর্তাদের মাস্ক পরা নিশ্চিত করতে হবে।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়।
দেশে সাড়ে তিন কোটিরও বেশি ছোট-বড় ব্যবসায়ী রয়েছেন। তারা সারা দেশে কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ে কোনো না কোনো অ্যাসোসিয়েশন, চেম্বার ও সমিতির সদস্য।
অনেক করপোরেট প্রতিষ্ঠানে হাজার হাজার কর্মচারী-কর্মকর্তা কাজ করছেন। দৈনন্দিন কর্মকাণ্ডে এসব ব্যবসা প্রতিষ্ঠানে সংশ্লিষ্টদের মাস্ক ব্যবহারের শৈথিল্য দেখেছে সরকার। আগাম প্রতিরোধে এ নির্দেশনা জারি করেছে বাণিজ্য মন্ত্রণালয়।
এর আগে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলা ও বিস্তার রোধে মাস্ক পরিধানের বাধ্যবাধকতা আরোপ করে স্বাস্থ্যসেবা বিভাগ থেকে পরিপত্র জারি করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত সপ্তাহে একনেক সভায় সবাইকে মাস্ক পরার কথা বলেন। তা প্রতিপালেন সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেন। এরপর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। তা সত্ত্বেও অনেক ক্ষেত্রে মাস্ক ব্যবহারে শৈথিল্য পরিলক্ষিত হচ্ছে।
এমন বাস্তবতায় করোনার বিস্তার রোধে অন্যান্য পদক্ষেপের পাশাপাশি সব বাণিজ্য সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মাস্ক ব্যবহারের জন্য বাণিজ্য মন্ত্রণালয় থেকে অনুরোধ করা হয়।