জীবন বিমা করপোরেশনের গ্রাহকরা এখন থেকে অগ্রণী ব্যাংকের অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে ঘরে বসে প্রিমিয়াম জমা দিতে পারবেন। বিমা দাবির টাকাও চলে যাবে গ্রাহকের ব্যাংক হিসাবে।
এ লক্ষ্যে অগ্রণী ব্যাংকের সঙ্গে রোববার চুক্তি করেছে জীবন বিমা করপোরেশন।
জীবন বিমা করপোরেশনের মহাব্যবস্থাপক সেখ কামাল হোসেন ও অগ্রণী ব্যাংকের মহাব্যবস্থাপক জাকিয়া সুলতানা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
এই চুক্তির ফলে কোভিড-১৯ পরিস্থিতিতে বিমাগ্রাহকদের নিরবচ্ছিন্ন সেবাপ্রাপ্তি সহজ হবে বলে মনে করছেন প্রতিষ্ঠান দুটির কর্মকর্তারা।
রাজধানীর মতিঝিলে জীবন বিমা করপোরেশনের প্রধান কার্যালয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অনলাইনে যোগ দেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলাম।
জীবন বিমা করপোরেশনের চেয়ারম্যান মাকসুদুল হাসান খান, ব্যবস্থাপনা পরিচালক মো. ওমর ফারুক, অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামস-উল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, বিমাগ্রহীতারা বিশ্বের যে কোনো স্থান থেকে ভিসা বা মাস্টার কার্ড ব্যবহার করে নির্ধারিত প্রিমিয়াম জমা দিতে পারবেন। বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিএফটিএন) এর মাধ্যমে বিমা দাবির টাকা ব্যাংক হিসাবে দিয়ে দেয়া হবে।
অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামস-উল ইসলাম নিউজবাংলাকে বলেন, ‘আমাদের যে কোনো শাখা, এজেন্ট ব্যাংকিং বা বুথ ব্যাংকিং সেবার মাধ্যমে জীবন বিমার প্রিমিয়াম দেয়া যাবে। এমনকি ভিসা ও মাস্টার কার্ড ব্যবহার করে অনলাইনেও প্রিমিয়াম দিতে পারবেন গ্রাহকরা।’
তিনি বলেন, ‘বিমা শিল্পে প্রযুক্তির ব্যবহার বাড়লে এ খাতের জনপ্রিয়তা বাড়বে। বিমা করার উৎসাহ তৈরি হবে।’