বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিমানের টিকিট হোটেল বুকিংও বিকাশে

  •    
  • ৮ নভেম্বর, ২০২০ ২০:২৪

কর্মকর্তারা জানিয়েছেন, বাস, ট্রেন ও লঞ্চের টিকিট কাটার ব্যবস্থা আগে থেকেই আছে বিকাশ। বিকাশ অ্যাপের সর্বশেষ সংস্করণে যোগ হয়েছে ‘গো জায়ান’ নামের ভ্রমণ বিষয়ক আন্তর্জাতিক প্ল্যাটফর্ম।

দেশের ভেতরে ভ্রমণ সহজ করার লক্ষ্যে নতুন সেবা এনেছে বিকাশ। হোটেল বুকিং থেকে শুরু করে বিমানের টিকিট- সব কিছুর বিলই এখন থেকে দেয়া যাবে এই অ্যাপের মাধ্যমে।

ব্র্যাক ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবাদাতা প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাস, ট্রেন ও লঞ্চের টিকিট কাটার ব্যবস্থা আগে থেকেই আছে বিকাশ। বিকাশ অ্যাপের সর্বশেষ সংস্করণে যোগ হয়েছে ‘গো জায়ান’ নামের ভ্রমণ বিষয়ক আন্তর্জাতিক প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত দেশের হোটেল ও বিমানের ভাড়া পরিশোধ করা যাচ্ছে বিকাশ অ্যাপের মাধ্যমে।

বিকাশের অ্যাপে ‘বিডিটিকিটস’ ও ‘ফ্লাইট এক্সপার্ট’ এর সেবাও পাওয়া যায় আগে থেকে।

গো জায়ান যুক্ত হওয়ায় বিকাশ অ্যাপে হোটেল বুকিং দেয়ার প্রক্রিয়াও একদম সহজ হয়ে গেছে বলে জানিয়েছেন বিকাশের করপোরেট অ্যাফেয়ার ও জনসংযোগ প্রধান শামসুদ্দিন হায়দার ডালিম।

নিউজবাংলাকে তিনি বলেন, হোমস্ক্রিনের ‘মোর’ অপশন থেকে ‘ট্রাভেল’ আইকনে গিয়ে ‘গো জায়ান’ নির্বাচন করে পরবর্তী কয়েকটি ধাপে পছন্দের হোটেল বা রিসোর্ট, সময় প্রভৃতি নির্বাচন করে বুকিং দেয়া যায়।

শামসুদ্দিন হায়দার ডালিম জানান, টিকিট কাটতে বিকাশ অ্যাপের হোমস্ক্রিনের ‘টিকেট’ আইকন থেকে বিমান, বাস, ট্রেন, লঞ্চ অপশন বেছে নিয়ে পরবর্তী কয়েকটি সহজ ধাপে গন্তব্যের ও যাত্রীর বিস্তারিত তথ্য দিতে হবে। সবশেষে বিকাশ পিন দিয়ে বাড়তি কোনো খরচ ছাড়াই টিকিট কাটতে পারবেন গ্রাহকরা।

বিকাশ অ্যাপের এর আগে সবশেষ যোগ হয় বার্গার কিং এবং পিৎজা হাট-এ খাবার অর্ডার করার অপশন।

এ বিভাগের আরো খবর