বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বাইডেনের জয়ে বিনিয়োগকারীদের স্বস্তি

  •    
  • ৮ নভেম্বর, ২০২০ ১৩:২৯

বিনিয়োগকারীদের মতে, বাইডেনের জয়ে ওভাল অফিসে স্থিতিশীলতা আসবে আর কংগ্রেসে প্রতিষ্ঠানগুলোর জন্য গলার কাঁটা হয়ে থাকা ট্যাক্স ও আর্থিক বিধিবিধানের নেতিবাচক প্রবণতা কমবে।

বিনিয়োগকারী ও স্টক মার্কেট ব্যবসায়ীরা হাঁপ ছেড়ে বেঁচেছেন জো বাইডেনের নির্বাচনে জয়ের খবরে। তারা নির্ভার হওয়ায় স্বস্তি ফিরতে পারে শেয়ারবাজার ও ওয়াল স্ট্রিটে।

বাইডেনের জয়কে শেয়ার বাজারের জন্য ‘ভালো খবর’ উল্লেখ করে সানরাইজ ক্যাপিটালের প্রধান বিনিয়োগ কর্মকর্তা ক্রিস্টোফার স্ট্যানটন রয়টার্সকে বলেন, ‘ট্রাম্পের টুইটের কারণে সৃষ্ট শেয়ার বাজারের অস্থিরতা আমাদের অতিষ্ঠ করে তুলছিল।’

শেয়ার বাজারে বিনিয়োগকারীরা বাইডেনের জয় ও সিনেটে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতার পক্ষে ‘বাজি ধরায়’ চলতি সপ্তাহে কোম্পানিগুলোর সূচক এপ্রিলের পর সর্বোচ্চ বৃদ্ধির মুখ দেখেছে।

বিনিয়োগকারীদের মতে, বাইডেনের জয়ে ওভাল অফিসে স্থিতিশীলতা আসবে আর কংগ্রেসে প্রতিষ্ঠানগুলোর জন্য গলার কাঁটা হয়ে থাকা ট্যাক্স ও আর্থিক বিধিবিধানের নেতিবাচক প্রবণতা কমবে।

বাইডেন তার ক্যাবিনেটে কাকে নিয়োগ দিচ্ছেন, সেটা নিয়ে কিছুটা চিন্তায় আছেন শেয়ার ব্যবসায়ীরা। বাইডেনের নিয়োগ দেয়া কর্মকর্তাদের অনেকেই কংগ্রেসের সঙ্গে শেয়ার মার্কেটের প্রণোদনা প্যাকেজ নিয়ে সমঝোতা করতে চাইবেন। পাশাপাশি ওয়াল স্ট্রিটের আইন-কানুন পালটে দেয়ার ক্ষমতাও থাকছে অনেকের হাতে।

ইউএস ফেডারেল রিজার্ভের গভর্নর এবং ম্যানেজমেন্ট ফার্ম ম্যাককিনসের সাবেক পরামর্শক লেইল ব্রেইনার্ডের নাম শোনা যাচ্ছে পরবর্তী ট্রেজারি প্রধান হিসেবে। আর এরই মধ্যে বাইডেন আর্থিক আইন সংক্রান্ত পরামর্শের জন্য গোল্ডম্যান স্যাকসের সাবেক কর্মকর্তা গ্যারি গ্যানসলারকে বেছে রেখেছেন।

তবে বিনিয়োগকারীরা আপাতত নির্বাচনের ফল নির্ধারিত হওয়ায় খুশি। ঐক্যের ডাক দিয়ে জেপি মরগ্যান চেজের প্রধান নির্বাহী জেমি ডিমন বলেন,‘আমাদের যুক্তরাষ্টের প্রেসিডেন্ট নির্বাচনের প্রতি সম্মান রাখতে হবে এবং আমরা সবসময় যেমনটা করে এসেছি, তেমনটা অর্থাৎ ভোটারদের সিদ্ধান্ত এবং ক্ষমতা হস্তান্তরের শান্তিপূর্ণ প্রক্রিয়াকে সমর্থন দিতে হবে।’

ডেমোক্র্যাটদের সমালোচক হিসেবে পরিচিত বিলিয়নেয়ার হেজ ফান্ড ম্যানেজার লিওন কুপারম্যান নির্বাচনের ফলে সন্তোষ জানিয়ে বলেন, ‘আমেরিকা যে তার মূল্যবোধকে বদলায়নি, বিশ্বের প্রতি এটি (বাইডেনের জয়) একটি ইঙ্গিত।'

ডেমোক্র্যাট সমর্থক ও অর্থ জোগানদাতা রবার্ট উলফ উচ্ছ্বসিত বাইডেনের জয়ে। রয়টার্সকে ইউবিএস গ্রুপের সাবেক এ কর্মকর্তা বলেন, ‘আমি খুবই খুশি, নির্ভার এবং এই দেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী।’

আমেরিকার জন্য অর্থনৈতিকভাবে বেশ কঠিন একটা বছর ছিল ২০২০ সাল। করোনা ভাইরাসে দেশটিতে দুই লাখ ৩৬ হাজারের বেশি নাগরিকের মৃত্যু হয়। এ ছাড়া কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যার পর বিক্ষোভ ও দাঙ্গা ছড়িয়ে পড়ে পুরো দেশে।

অর্থনৈতিক দুরাবস্থায় জর্জরিত নাগরিকদের সহায়তায় বাইডেন কংগ্রেসের সঙ্গে মহামারি মোকাবিলায় কাজ করবেন এবং আর্থিক প্রণোদনার প্যাকেজ ঘোষণা করবেন, এমনটা প্রত্যাশা আলিয়াঞ্জ গ্রুপের প্রধান অর্থনৈতিক পরামর্শক মোহামেদ এল এরিয়ানের।

তিনি বলেন, ‘দীর্ঘমেয়াদে অর্থনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর ক্ষতি সাধন করা, সাধারণ মানুষের জীবিকাকে হুমকির মুখে ফেলা ও অনেক মানুষের প্রাণনাশ করা করোনা মহামারির বিরুদ্ধে আরও শক্তভাবে লড়াই করতে পুরো দেশের একসঙ্গে কাজ করা দরকার।’

এ বিভাগের আরো খবর