বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আখাউড়া বন্দর: রফতানিতে গতি, বেশি যাচ্ছে মাছ

  •    
  • ৬ নভেম্বর, ২০২০ ০৯:৪৭

বন্দরের কয়েকজন মাছ ব্যবসায়ী জানান, এখন রফতানি কার্যক্রম ধীরে ধীরে আগের অবস্থায় ফিরে যাচ্ছে। গত এক সপ্তাহ ধরে গড়ে প্রতিদিন ৬৫ থেকে ৭০ টন মাছ রফতানি হচ্ছে।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে পণ্য রফতানি বাড়ছে। এ বন্দর দিয়ে মাছই ভারতে বেশি যাচ্ছে। রড-সিমেন্টসহ অন্যান্য মালামাল স্বল্প পরিমাণে রফতানি হচ্ছে।

করোনা পরিস্থিতির কারণে গত ২৪ মার্চ থেকে এ বন্দর দিয়ে পণ্য আমদানি বন্ধ করে দেন ভারতের ব্যবসায়ীরা। ২৯ জুন থেকে আবারও তারা আমদানি শুরু করেন।

ব্যবসায়ীরা জানান, তিন-চার বছর আগে এই বন্দর দিয়ে রফতানিতে ভাটা পড়তে শুরু করে। ত্রিপুরা রাজ্যের সঙ্গে ভারতের অন্যান্য রাজ্যের যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত হয়েছে। তাই বাংলাদেশ থেকে পণ্য আমদানি করা কমিয়ে দিয়েছেন ত্রিপুরার ব্যবসায়ীরা।

করোনা ভাইরাস পরিস্থিতির কারণে প্রায় অর্ধকোটি ডলার মূল্যের মাছ রফতানি থেকে বঞ্চিত হন বাংলাদেশের ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা বলেন, মাছ ছাড়া অন্যান্য পণ্যের রফতানিও কম-বেশি রয়েছে। এর মধ্যে রয়েছে সিমেন্ট, তেল, প্লাস্টিক ও কয়লাসহ অন্যান্য ছোটখাটো পণ্য।  

আখাউড়া স্থলবন্দরের কয়েকজন মাছ ব্যবসায়ী জানান, এখন রফতানি কার্যক্রম ধীরে ধীরে আগের অবস্থার ফিরে যাচ্ছে। গত এক সপ্তাহ ধরে গড়ে প্রতিদিন ৬৫ থেকে ৭০ টন মাছ রফতানি হচ্ছে। তবে তা স্বাভাবিক সময়ের প্রায় ৪৫ শতাংশ কম।

আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম নিউজবাংলাকে বলেন, এক মাস আগে আমাদের রফতানি বাণিজ্য ছিল অর্ধেকের নিচে। প্রতিদিন ৩০-৩৫ ট্রাক পণ্য রফতানি হতো। গত কয়েকদিন ধরে মাছ বেশি রফতানি হচ্ছে। মাছের সঙ্গে সিমেন্ট, তেল, প্লাস্টিকও কিছু রফতানি হচ্ছে। এদিকে ধারাবাহিকভাবে ১০০ গাড়ি কয়লা ভারতে প্রবেশ করছে।

তিনি আরও বলেন, এ স্থলবন্দরের আমদানি-রফতানি এখনও আগের অবস্থায় ফেরেনি। রফতানি বাড়াতে ভারতের ব্যবসায়ীদের সঙ্গে আলাপ-আলোচনা চলছে।

এ বিভাগের আরো খবর