বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বন্ড মার্কেট উন্নয়নে আইএফসির সহায়তা চান অর্থমন্ত্রী

  •    
  • ৩১ অক্টোবর, ২০২০ ১৯:৩২

অর্থমন্ত্রী বলেন, করোনায় এই বন্ড কিছুটা স্তিমিত হলেও বর্তমানে চাঙা হচ্ছে। এটাকে শক্তিশালী করতে হলে বেশি মূলধনের প্রয়োজন। এ জন্য আইএফসির কাছে আরও বেশি ঋণ সহায়তা চান তিনি। 

দেশের বন্ডমার্কেট উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগী সংস্থা আইএফসির কাছে সহায়তা চেয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। একই সঙ্গে করোনায় ক্ষতিগ্রস্ত বেসরকারি খাত চাঙা করতে আরও বেশি ঋণ দেয়ার আহ্বান জানান তিনি।

আইএফসির প্রতিনিধি দলের সঙ্গে বৃহস্পতিবার ভার্চুয়াল সভায় এ আহ্বান জানান অর্থমন্ত্রী।

তিনি বলেন, ‘গত বছর লন্ডন স্টক এক্সচেঞ্জে (এলইসি) আইএফসির সহায়তায় বাংলাদেশি মুদ্রায় বন্ড চালু করা হয়, যা ছিল যুগান্তকারী ঘটনা। কারণ, আন্তর্জাতিক বাজারে এটি বাংলাদেশের প্রথম দেশি টাকা বন্ড।’

অর্থমন্ত্রী বলেন, করোনায় এই বন্ড কিছুটা স্তিমিত হলেও বর্তমানে চাঙা হচ্ছে। এটাকে শক্তিশালী করতে হলে বেশি মূলধনের প্রয়োজন। এ জন্য আইএফসির কাছে আরও বেশি ঋণ সহায়তা চান তিনি। 

বাংলাদেশের বেসরকারি খাতে বিনিয়োগ উৎসাহিত করতে গত বছরের নভেম্বরে আইএফসির সহায়তায় বাংলাদেশি টাকায় বন্ড চালু করা হয়, যা বাংলা বন্ড নামে পরিচিত। এটি লন্ডন স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়।

এর ফলে প্রবাসী বাংলাদেশিরা টাকা বন্ডে বিনিয়োগ করতে পারছেন। বিনিয়োগের সুযোগের পাশাপাশি বেসরকারি খাতের অর্থায়ন সংকটও এতে কিছুটা দূর হবে। এখন এই বন্ড মার্কেটকে আরও কীভাবে সক্রিয় করা যায়, সে বিষয়ে আইএফসির কাছে সহায়তা চান অর্থমন্ত্রী।

মুস্তফা কামাল জানান, বর্তমান সরকার করোনার টিকা কেনার বিষয়ে ব্যাপক আগ্রহী। টিকা উদ্ভাবনের সঙ্গে সঙ্গে দেশের মানুষের মধ্যে প্রাপ্যতা নিশ্চিত করতে চায় সরকার। এ বিষয়ে আইএফসির সহায়ক ভূমিকা প্রত্যাশা করেন অর্থমন্ত্রী।

কোভিড ১৯ মোকাবেলায় সদস্য দেশগুলিকে প্রয়োজনীয় ঋণ দেয়ায় আইএফসিকে ধন্যবাদ জানান অর্থমন্ত্রী।

সভায় সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদার বলেন, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সলভেনসি, ব্যাংক কোম্পানি, অ্যাসেট ম্যানেজমেন্টসহ বেশ কিছু আইন প্রণয়নে কাজে করছে। এসব আইন কার্যকর হলে বাংলাদেশের আর্থিক খাত পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ জন্য বড় অঙ্কের অর্থের দরকার বলে জানান তিনি।

বাংলাদেশের দাবিগুলো ইতিবাচকভাবে দেখার আশ্বাস দিয়েছে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন।

সভায় আইএফসির পক্ষে নেতৃত্ব দেন, সংস্থার চিফ অপারেটিং অফিসার স্টিফানি ফন ফ্রিডবার্গ। অন্যান্যের মধ্যে এশিয়া প্যাসিফিকের ভাইস প্রেসিডেন্ট আলফোনসো গার্সিয়া মোরা এবং বাংলাদেশ, ভুটান ও নেপালের কান্ট্রি ম্যানেজার ওয়েন্ডি ওয়ার্নার আলোচনায় অংশ নেন।

বাংলাদেশের পক্ষে অর্থমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বিশ্বব্যাংকের বাংলাদেশের বিকল্প নির্বাহী পরিচালক মোহাম্মদ শফিউল আলম, অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদার, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতিমা ইয়াসমিন।

এ বিভাগের আরো খবর