তামাক নিয়ন্ত্রণ আইনে বেশ কিছু দুর্বলতার কথা জানিয়ে আইনটি সংশোধনের তাগিদ এসেছে। পাশাপাশি এর বাস্তবায়নে কঠোর হওয়ারও পরামর্শ দেয়া হয়েছে।
বুধবার বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) চেয়ারম্যান আ আ ম স আরেফিন সিদ্দিক এর সঙ্গে অ্যাডভোকেসি প্রতিষ্ঠান ‘প্রজ্ঞা’র প্রতিনিধি দল সাক্ষাৎ করতে গেলে এই তাগিদ দেয়া হয়।
আরেফিন সিদ্দিক বলেন, ‘জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশ যে কাজ অব্যাহত রেখেছে তাতে আমি আশাবাদী। তামাকের মতো বিষাক্ত দ্রব্য গ্রহণ থেকে জনগণকে দূরে রাখা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা-৩ অর্জনে বর্তমান তামাক নিয়ন্ত্রণ আইনের কিছু সংশোধন ও সংযোজন প্রয়োজন বলে মনে করি। 'করোনা সংকটের এই কঠিন সময়ে জনস্বাস্থ্য, পরিবেশ বিশুদ্ধ রাখার স্বার্থেই এই কাজ করা উচিত বলেও মন্তব্য করেন বাসস প্রধান। মত বিনিময়ে প্রজ্ঞার পক্ষ থেকে গণপরিবহন ও রেস্তোঁরাসয় ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিত করা; বিক্রয়কেন্দ্রে তামাকজাত দ্রব্য প্রদর্শন নিষিদ্ধ করা; তামাক কোম্পানির ‘সামাজিক দায়বদ্ধতা কর্মসূচি’ নিষিদ্ধ করা; বিড়ি-সিগারেটের সিঙ্গেল স্টিক বা খুচরা শলাকা ও প্যাকেটবিহীন জর্দা-গুল বিক্রয় নিষিদ্ধ করা; ই-সিগারেটের মতো ইমার্জিং টোব্যাকো প্রোডাক্টসমূহ আমদানি ও বিক্রি নিয়ন্ত্রণ বা নিষিদ্ধ করা সচিত্র স্বাস্থ্য সতর্কবার্তার আকার বৃদ্ধির সুপারিশ করা হয়।
প্রতিনিধি দলে প্রজ্ঞা’র পরিচালক মনোয়ার হোসেন, কর্মসূচি কর্মকর্তা মেহেদী হাসান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।