শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত পাঁচ দিন আমদানি রফতানি বন্ধ ছিল।
শারদীয় দু্র্গোৎসব উপলক্ষে পাঁচ দিন বন্ধ থাকার পর বুধবার সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরে আবার শুরু হয়েছে আমদানি-রফতানি।
শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত সব ধরনে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ ঘোষণা করে পত্র দিয়েছিলেন দুই দেশের ব্যবসায়ী সংগঠনের নেতারা।
পত্রে উল্লেখ করা হয়, দুর্গোৎসব উপলক্ষে ২৩ অক্টোবর থেকে ২৭ অক্টোবর পর্যন্ত আমদানি-রফতানি সংক্রান্ত সব কার্যক্রম বন্ধ রাখা হবে। স্বাস্থ্যবিধি মেনে পূজার আচার অনুষ্ঠান করা হবে।
ভোমরা কাস্টম শুল্ক স্টেশনের সহকারী কমিশনার আমির মামুন জানিয়েছেন, সরকারি ছুটি শেষে বুধবার সকাল ১০ থেকে আমদানি-রফতানি কার্যক্রম আবার শুরু হয়।