সরবরাহ স্বাভাবিক রাখতে ৮০ হাজার টন ইউরিয়া সার কিনবে সরকার। এর মধ্যে বিদেশ থেকে আমদানি করা হবে ৫০ হাজার টন। বাকি ৩০ হাজার টন দেশের ভেতর থেকে সংগ্রহ করা হবে।
বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত দর প্রস্তাবে অনুমোদন দেয়া হয়।
বৈঠক শেষে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আবু সালেহ মোস্তফা কামাল সিদ্ধান্তের কথা জানান।
তিনি বলেন, ‘কাতার ও সৌদি আরব থেকে ১১১ কোটি ১৭ লাখ ৮৩ হাজার টাকায় ৫০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার আমদানি করা হবে।’
বাকি ৩০ হাজার টন সার কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে কেনা হবে। এতে ব্যয় হবে ৬২ কোটি ১১ লাখ টাকা।
সব মিলিয়ে দেশ ও বিদেশ থেকে সার কেনা বাবদ মোট খরচ হবে ১৭৩ কোটি ২৯ লাখ ৭৯ হাজার টাকা।
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনকে (বিসিআইসি) এসব সার কিনতে অনুমোদন দেয়া হয়েছে।
অতিরিক্ত সচিব জানান, কাতারের মুনতাজাত ও সৌদি আরবের বেসিক ইন্ডাস্ট্রিজ করপোরেশন এসব সার সরবরাহ করবে।
এ ছাড়া বৈঠকে, শিল্প মন্ত্রণালয়ের তিনটি, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের দুটি এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ ও পানিসম্পদ মন্ত্রণালয়ের একটি করে মোট সাতটি দর প্রস্তাবের অনুমোদন দেয়া হয়েছে।
এতে মোট ব্যয় ধরা হয়েছে ৪৭৪ কোটি ১২ লাখ ৮১ হাজার ৪০৬ টাকা। এর মধ্যে সরকার দেবে ২৮৭ কোটি ৫৯ লাখ ৮৯ হাজার ৭৫২ টাকা। জাইকা ও দেশীয় ব্যাংক থেকে ঋণের পরিমাণ ১৮৬ কোটি ৫২ লাখ ৯১ হাজার ৬৫৪ টাকা।