দেশের বাজারে আবার বাড়ল সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) ভালো মানের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৩৩৩ টাকা বাড়িয়ে ৭৬ হাজার ৩৪১ টাকা করেছে।
বুধবার বাজুসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) থেকে নতুন দর কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাসের কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট, চীন-যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে মার্কিন ডলারের নিম্নমুখী ভাব, তেলের দরপতন ও নানাবিধ জটিল অর্থনৈতিক সমীকরণের মাঝে চলতি বছর চার দফায় স্বর্ণের মূল্য কমানো হলেও বর্তমানে আন্তর্জাতিক ও দেশীয় বাজারে সোনার মূল্যবৃদ্ধি পেয়েছে।
সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে বাজুসের সিদ্ধান্ত মোতাবেক ১৫ অক্টোবর থেকে বাংলাদেশের বাজারে সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। আগের দামেই বিক্রি হবে রুপা।
বুধবার পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ৭৪ হাজার ৮ টাকা, ২১ ক্যারেট ৭০ হাজার ৮৫৯ টাকা, ১৮ ক্যারেট ৬২ হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা বিক্রি হয়েছে ৫১ হাজার ৭৮৮ টাকায়। বৃহস্পতিবার থেকে ২২, ২১, ১৮ ক্যারেট ও সনাতন পদ্ধতির সোনার ভরিতে ২ হাজার ৩৩৩ টাকা বাড়বে।
কয়েক মাস ধরেই আন্তর্জাতিক বাজারে সোনার দর ঊর্ধ্বমুখী। সেই কারণে দেশের বাজারেও দফায় দফায় দাম বাড়িয়েছেন ব্যবসায়ীরা।
বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী আগের দামেই ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হবে এক হাজার ৫১৬ টাকায়। আর ২১ ক্যারেটের প্রতি ভরি এক হাজার ৪৩৫ টাকায়, ১৮ ক্যারেটের এক হাজার ২২৫ টাকায় এবং সনাতন পদ্ধতির রুপা ৯৩৩ টাকায় বিক্রি হবে।