চলতি অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের নিট ঋণ দাঁড়িয়েছে ৩ হাজার ৩২ কোটি টাকা, যা মোট লক্ষ্যমাত্রার ৩ দশমিক ৫৬ শতাংশ।
ঘাটতি মেটাতে এবারের বাজেট (২০২০-২১) ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের মোট ৮৪ হাজার ৯৮০ কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।
সরকার মূলত এই ঋণ বাণিজ্যিক ব্যাংক এবং বাংলাদেশ ব্যাংক থেকে নিয়ে থাকে। তবে এর বেশিরভাগ ঋণ দেয় বাণিজ্যিক ব্যাংকগুলো।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম নিউজবাংলাকে বলেন, বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ নিয়ে সরকার আগের কিছু ঋণ পরিশোধ করায় নিট ঋণের পরিমাণ কমেছে।
জানা গেছে, করোনার কারণে উন্নয়ন কাজের গতি (এডিপি) এখনও পুরোপুরি আসেনি। যে কারণে ব্যাংক ব্যবস্থা থেকে অর্থবছরের প্রথম প্রান্তিকে সরকারের ধার করার পরিমাণ কিছুটা কম। সাধারণত বাংলাদেশে শুষ্ক মৌসুমে উন্নয়ন কাজের গতি বাড়ে।
সামনের মাসগুলোতে ঋণ নেওয়ার পরিমাণ আরও বাড়বে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা। কারণ রাজস্ব আয়ের অবস্থা ভালো নয়।
তারা আরও বলেন, করোনার কারণে রাজস্ব আয় বিপর্যয়ের মুখে পড়েছে। অবস্থার উন্নতি না হলে এবারের বিশাল বাজেট বাস্তবায়নে ব্যাংক ব্যবস্থা থেকে বেশি পরিমাণ ঋণ নেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না সরকারের।