বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (ইডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন মো. খুরশীদ আলম।
রোববার বাংলাদেশ ব্যাংক তাকে পদোন্নতি দিয়ে কেন্দ্রীয় ব্যাংকের সিলেট অফিসে বদলি করে।
এর আগে তিনি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের ডেট ম্যানেজমেন্ট বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) ছিলেন। ১৯৮৮ সালে সহকারী পরিচালক পদে বাংলাদেশ ব্যাংকে যোগ দেন তিনি।
খুরশীদ আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদ থেকে স্নাতকোত্তর ডিগ্রি এবং পরবর্তীতে এমবিএ ডিগ্রি অর্জন করেন।
তিনি কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ, ব্যাংক পরিদর্শন, আর্থিক প্রতিষ্ঠান ও বাজার, কৃষি ঋণ, পেমেন্ট সিস্টেমস, কারেন্সি ম্যানেজমেন্ট, অফ-সাইট সুপারভিশন, এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ও সচিব বিভাগসহ বিভিন্ন বিভাগে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।