‘স্ত্রী ২’ সিনেমায় ‘আজ কি রাত’ গানের সঙ্গে নেচে সিনেমাপ্রেমী দর্শকদের নজর কেড়েছিলেন বলিউড অভিনেত্রী তামান্না ভাটিয়া। এবার আরিয়ান খানের পরিচালনায় ‘দ্য ব্যাডস অব বলিউড’-এ ঝড় তুললেন অভিনেত্রী।
‘গফুর’ গানের সঙ্গে তার নাচ দেখে দর্শকের দাবি— ‘আইটেম’ নাচের রানি হয়ে উঠেছেন তামান্না। তবে নিন্দুকেরা শরীর প্রদর্শনের জন্য কটাক্ষও করেছেন অভিনেত্রীকে। সেদিকে কর্ণপাত করেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে ভবিষ্যতে সন্তানধারণ পরিকল্পনা প্রশ্নের জবাব দেন তামান্না ভাটিয়া।
অভিনেত্রী বলেন, সন্তানধারণ করা কোনো বিনোদনের বিষয় নয়। সন্তান মানেই একটা বড় দায়িত্ব। সন্তানকে বড় করা একটা প্রকল্পের মতো। এটি ২০ বছরের একটি প্রকল্প। তিনি বলেন, বাচ্চা বড় হওয়ার পর আপনার সমস্যা থাকবে। পাশাপাশি বাচ্চার সমস্যাও আপনার সমস্যা হয়ে উঠবে। তাই খুব ভেবেচিন্তে সন্তান ধারণের সিদ্ধান্ত নেওয়া উচিত বলে মনে করেন তামান্না ভাটিয়া।
তিনি বলেন, জীবনের অনেকটা সময় ও জায়গা বাচ্চার পেছনে বিনিয়োগ করতে হয়। এই পথ খুব সহজ নয়। অভিনেত্রী বলেন, নিজেকে বুঝতে হবে— সন্তানধারণের কোন বিষয়টি ভালো লাগে? কেন আপনি মা কিংবা বাবা হতে চান? সন্তান হলে আপনি কতটা আলোকিত হতে পারবেন? এ সিদ্ধান্ত ভেবে নিন।
তামান্না ভাটিয়া বলেন, অন্যরা আপনাকে মা হতে বলছে বলেই সেটি করবেন না। আপনি একটা কুকুর কিংবা বিড়াল পুষলেও তার কিছুটা দায়বদ্ধতা থাকে। তাই ভাবুন— সত্যিই আপনি সন্তান চান তো? নাকি আপনার কাকা কিংবা কাকিমা এমন পরামর্শ দিচ্ছেন বলে সন্তান নিতে আগ্রহী?
উল্লেখ্য, অভিনেত্রী তামান্না ভাটিয়া অভিনেতা বিজয় ভার্মার সঙ্গে দীর্ঘ দুই বছর ধরে সম্পর্কে ছিলেন। সেটি চলতি বছরই ভেঙেছে। এরপর আর নতুন কোনো সম্পর্কে জড়াননি অভিনেত্রী।